বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ষণের আরেক মামলায় দোষী হার্ভে

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২২ ১০:২৭

দুই মাস ধরে চলা শুনানিতে উঠে এসেছে ওয়েইনস্টেইন কীভাবে নারীদের যৌন হেনস্তা করার আগে ব্যক্তিগত বৈঠকে প্রলুব্ধ করতে অনৈতিকভাবে তার প্রভাব-প্রতিপত্তিকে খাটিয়েছিলেন। বিচারে ৭০ বছর বয়সী ওয়েইনস্টেইনের সর্বোচ্চ ২৪ বছরের জেল হতে পারে।

ধর্ষণের দ্বিতীয় মামলায় হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আদালতে ধর্ষণসহ যৌন নিপীড়নের তিনটি আলাদা অভিযোগে শাস্তির মুখে পড়েন চলচ্চিত্র মোগল হার্ভে।

দুই মাস ধরে চলা শুনানিতে উঠে এসেছে ওয়েইনস্টেইন কীভাবে নারীদের যৌন হেনস্তা করার আগে ব্যক্তিগত বৈঠকে প্রলুব্ধ করতে অনৈতিকভাবে তার প্রভাব-প্রতিপত্তিকে খাটিয়েছিলেন।

বিচারে ৭০ বছর বয়সী ওয়েইনস্টেইনের সর্বোচ্চ ২৪ বছরের জেল হতে পারে।

দুই বছর আগে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রথম মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ২৩ বছরের কারাদণ্ড দেয় নিউ ইয়র্কের আদালত। সেই রায়ে তিনি এখন কারাগারে রয়েছেন।

২০০৫-১৩ সালের মধ্যে চার নারীকে যৌন হেনস্তা করার অভিযোগ রয়েছে হার্ভের বিরুদ্ধে। তবে প্রতীকী নাম ‘জেন ডো ওয়ান’ নামের এক নারীর অভিযোগ আদালতে চূড়ান্ত পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছে। অন্য তিন নারীর অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি হার্ভেকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের আদালত। এরপরই তাকে আটক করে হেফাজতে নেয়া হয়।

সারা বিশ্বে তৈরি হওয়া যৌন নিপীড়ন বিরোধী হ্যাশট্যাগ মিটু আন্দোলনে বের হয়ে আসে হলিউডের এই দাপুটে এই প্রযোজকের নাম। সেই সময় এক অভিনেত্রী সাহস করে মুখ খুলেছিলেন প্রভাবশালী এই প্রযোজকের বিরুদ্ধে। তার প্রতিবাদী কণ্ঠে সাহস জুগিয়েছিল আরও নারীরা। অন্তত ৩০ নারী অভিযোগ করেন এই প্রযোজকের বিরুদ্ধে।

গেল ৬ জানুয়ারি হার্ভের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শুরু হয় নিউ ইয়র্কের আদালতে। ২০০৬ সালে অভিনেত্রী মিমি হ্যালেইকে যৌন নিপীড়ন এবং ২০১৩ সালে অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে হার্ভেকে ২৩ বছরের জেল দেয়া হয়।

এ বিভাগের আরো খবর