যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের কলোরাডো স্প্রিংস শহরের একটি সমকামী নাইট ক্লাবে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
কলোরাডো স্প্রিংসের পুলিশ কর্মকর্তা পামেলা কাস্ত্রো এ খবর নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শনিবার রাত ১২টার দিকে ফোনকলে হামলার বিষয়ে জানতে পারি। আমাদের বলা হয়, ক্লাব কিউতে ভয়াবহ গোলাগুলি হয়েছে।
‘সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার চিকিৎসা চলছে।’
ক্লাব কিউ তাদের ফেসবুকে পেজে বিবৃতি জানায়, "আমাদের সম্প্রদায়ের (সমকামী) ওপর বেপরোয়া হামলা হয়েছে।
"ভুক্তভোগী এবং তাদের পরিবার সঙ্গে আমাদের প্রার্থনা এবং চিন্তাভাবনা রয়েছে। দ্রুত প্রতিক্রিয়ার জন্য বীর গ্রাহকদের ধন্যবাদ জানাই। তারাই বন্দুকধারীকে আটকে ‘ঘৃণামূলক’ হামলার অবসান ঘটিয়েছেন।"
হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও তথ্য দিতে পারেনি। পরে এ বিষয়ে তারা বিস্তারিত জানাবেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি সমকামী নাইট ক্লাবে ২০১৬ সালে ভয়াবহ হামলা হয়েছিল। এতে আততায়ীসহ ৫০ জন নিহত হয়েছিলেন, আহত হন কমপক্ষে ৫৩ জন। এই হামলাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ‘গণ-গুলিবর্ষণ’ বলে অ্যাখ্যা দেয় দেশটির সরকার।