সমকামী হওয়ার কারণে বিচারক পদে নিয়োগ আটকে আছে বলে দাবি করেছেন ভারতের জ্যেষ্ঠ আইনজীবী সৌরভ কিরপাল। তিনি বলেছেন, নিয়োগে বিলম্বের পেছনের কারণ হচ্ছে তার যৌন অভিমুখিতা।
ভারত সরকার কর্তৃক স্থগিত বিচারপতিদের নিয়োগ নিয়ে দেশটিতে এখন তুমুল আলোচনা চলছে। সুপ্রিমকোর্ট এই বিচারকদের নিয়োগে অনুমোদন দেয়নি। এ কারণে সৌরভ কিরপালের বিচারক পদে নিয়োগ ২০১৭ সাল থেকে আটকে আছে।
ভারতের প্রভাবশালী দৈনিক এনডিটিভিকে সৌরভ বলেন, ‘কারণটি হলো আমার যৌনতা। আমি মনে করি না সরকার একজন প্রকাশ্য সমকামী ব্যক্তিকে বেঞ্চে নিয়োগ করতে চায়।’
কেন্দ্রীয় সরকার সৌরভের নিয়োগের সুপারিশে পাঁচ বছর ধরে বসে আছে; যা একজন প্রকাশ্য সমকামী ব্যক্তির ভারতীয় আদালতের বিচারক হওয়ার অপেক্ষার মেয়াদ বাড়িয়েছে।