বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাতার ফুটবল দলকে হেয় করে ফরাসি কার্টুনে ক্ষোভ

  •    
  • ৯ নভেম্বর, ২০২২ ১৬:৫৩

ফরাসি ব্যঙ্গাত্মক সাপ্তাহিক লে ক্যানার্ড এনচাইনের ওই কার্টুনে তাদের যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে ‘বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ’ মনোভাব প্রকাশ পেয়েছে বলে অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীা।

ফিফা বিশ্বকাপের দেরি নেই খুব বেশি, আসছে খেলা নিয়ে নানা খবর। তবে এসবের ভিড়ে আয়োজক দেশ কাতারের দলের খেলোয়াড়দের দিয়ে ফ্রান্সের একটি কার্টুন আলোচনার জন্ম দিয়েছে।

ফরাসি ব্যঙ্গাত্মক সাপ্তাহিক লে ক্যানার্ড এনচাইনের ওই কার্টুনে তাদের যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে ‘বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ’ মনোভাব প্রকাশ পেয়েছে বলে অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীা।

সাময়িকীটির অক্টোবরের শেষ সংখ্যায় প্রকাশিত ওই কার্টুনে কাতারের খেলোয়াড়দের কাউকে বড় দাড়ি, কাউকে মুখে মাস্কসহ হাতে আগ্নেয়াস্ত্র, কাউকে রকেট লঞ্চারও বহন করতে দেখা গেছে। কার্টুনে ১০ নম্বরের জার্সি পরানো এক খেলোয়াড়কে পরানো হয়েছে সুইসাইডাল ভেস্ট।

এই খেলোয়াড়েরা ছুটছেন একটি ফুটবলের পেছনে। তাদের পেছনে লেখা কাতার। সাতজনের পাঁচজনের পোশাকের রঙ নীল, দুজনের কালো। তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মুসলিম পোশাকের কয়েকজন পুরুষ।

কদিন ধরেই এ কার্টুন নিয়ে সমালোচনা হচ্ছে কাতারজুড়ে। বক্তব্য দিয়েছে দেশটির জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষও। অন্তত খেলার পরিবেশ বজায় রাখতে অনুরোধ করেছে তারা।

প্রতিমন্ত্রী ও জাতীয় গ্রন্থাগারের সভাপতি হামাদ আল-কাওয়ারী কাতারের ক্রীড়াঙ্গন দেখার আহ্বান জানিয়ে বলেন, কাতারে এমনকি কঠোর ব্যঙ্গকেও স্বাগত জানানো হয়। কিন্তু তারা কাতারকে আক্রমণ করতে এবং হেয় করতে মিথ্যা, ঘৃণা এবং ক্ষোভের আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাময়িকীটির বিরুদ্ধে ইসলাম বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, অক্টোবর সংখ্যার প্রচ্ছদে নারীদের প্রতিকৃতি আঁকা হয়েছে। এতে পুরো শরীরে কালো কাপড়ে ঢাকা অবস্থায় দেখানো হয়েছে তাদের।

এ প্রেক্ষাপটে গত সপ্তাহে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি দোহারের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আচরণকে হামলা উল্লেখ করে তাদের ‘ভন্ডামি’ থামাতে বলেন। এর বিরুদ্ধে নিন্দা করেন তিনি।

তিনি বলেন, এই বিতর্কিত কর্ম করা হচ্ছে অল্প কিছু মানুষের দ্বারা। এসব দেশের মানুষই সবচেয়ে বেশি টিকিট কিনেছেন। যে ১০টি দেশ কাতার বিশ্বকাপের সবচেয়ে টিকিট কিনেছে তার মধ্যে ইউরোপের ফ্রান্সও একটি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আল থানি।

এর আগে অবশ্য ফরাসি সাময়িকী ‘শার্লি হেবদো’তে প্রকাশিত ব্যঙ্গচিত্র নিয়েও বেশ সমালোচনা হয় বিশ্বজুড়ে। ওই কার্টুনে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করা হয় বলে অভিযোগ ওঠে। সাম্প্রতিক ঘটনার পর ওই প্রসঙ্গও সামনে আনছেন অনেকে।

কাতারের বিরুদ্ধে পরিবেশ বিপর্যয় ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ফ্রান্সের অনেক শহর এরই মধ্যে বড় পর্দায় এবারের বিশ্বকাপ না দেখানোর কথা জানিয়েছে।

অবশ্য এসব বিতর্ক এক পাশে রেখে ২০ নভেম্বর হতে যাওয়া এই বিশ্বকাপে নিরাপত্তাকর্মী পাঠাতে কাতারের সঙ্গে চুক্তি করেছে ফ্রান্স। এ নিয়ে দেশীয় গণমাধ্যমের ক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারকে।

এ বিভাগের আরো খবর