ভারতের রাজস্থানে লিঙ্গ পরিবর্তন করে নিজের এক ছাত্রীকে বিয়ে করেছেন মিরা নামে এক শিক্ষক।
রোববার কল্পনা ফৌজদার নামে ওই ছাত্রীকে বিয়ের খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিজের ছাত্রী কল্পনার প্রেমে পড়েছিলেন রাজস্থানের ভরতপুরের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক মিরা। পরে কল্পনাকে বিয়ে করার জন্য নিজের লিঙ্গ বদলে ফেলার সিদ্ধান্ত নেন তিনি।
লিঙ্গ পরিবর্তন করে মিরা নিজের নতুন নাম দিয়েছেন আরভ কুন্তাল।
ভারতের রাজ্য পর্যায়ে কাবাডি খেলেন কল্পনা। আগামী জানুয়ারিতে দুবাইয়ে একটি আন্তর্জাতিক কাবাডিতে অংশগ্রহণ করতে পারেন তিনি। শারীরিক শিক্ষার ক্লাসে মিরার সঙ্গে পরিচয় হয়েছিল তার।
লিঙ্গ পরিবর্তনের বিষয়ে মিরা তথা আরভ কুন্তাল সাংবাদিকদের বলেন, ‘ভালোবাসায় সবকিছু করা যায়। তাই আমি লিঙ্গ পরিবর্তন করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি মেয়ে হিসেবে জন্ম নিয়েছি, কিন্তু সব সময় ছেলে হওয়ার কথা ভাবতাম। লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারের কথা সব সময় মাথায় ঘুরত। ২০১৯ সালের ডিসেম্বরে আমি প্রথম অস্ত্রোপচার করি।’
কল্পনাও জানান, তিনি দীর্ঘদিন শিক্ষক মিরার প্রেমে পড়েছেন। অস্ত্রোপচার না করলেও তিনি তাকে বিয়ে করতেন।
ভারতে কল্পনা ও মিরার বিয়ের বিষয়টি একটি বিরল ঘটনা হলেও মেনে নিয়েছে তাদের পরিবার।