বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইরানি নারীদের পাশে প্রিয়াঙ্কা চোপড়া

  •    
  • ৭ অক্টোবর, ২০২২ ১৮:৪৯

প্রিয়াঙ্কা লেখেন, ‘ইরানসহ সারা বিশ্বের নারীরা আওয়াজ তুলছেন; প্রকাশ্যে তারা চুল কেটে ফেলছেন। মাহসা আমিনি... যার তরুণ প্রাণ ইরানের নৈতিকতা পুলিশ নৃশংসভাবে কেড়ে নিয়েছে কেবল হিজাব ঠিক মতো না করার কারণে। যারা তার জন্য নানা ধরনের প্রতিবাদ করছেন... তাদের কারও থামানো উচিত হবে না।’

নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরানে পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান বিক্ষোভে সংহতি জানিয়েছেন তারকা অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া। আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্টে এ ডাক দেন প্রিয়াঙ্কা।

মাহসা আমিনির সাদা-কালো চুল খোলা একটি স্কেচ পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘ইরানসহ সারা বিশ্বের নারীরা আওয়াজ তুলছেন; প্রকাশ্যে তারা চুল কেটে ফেলছেন। মাহসা আমিনি... যার তরুণ প্রাণ ইরানের নৈতিকতা পুলিশ নৃশংসভাবে কেড়ে নিয়েছে কেবল হিজাব ঠিক মতো না করার কারণে, তার জন্য নানা ধরনের প্রতিবাদ করছেন। যুগ যুগ ধরে জোরপূর্বক মুখে কুলুপ আটিয়ে রাখার পর যে কণ্ঠস্বর জেগে ওঠে, সেগুলো আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে ঠিকই। তারা থামবে না... তাদের কারও থামানো উচিতও না।

‘আমি আপনাদের সাহস ও নিবেদিত উদ্দেশ্য বিস্মিত। পুরুষতান্ত্রিকতাকে চ্যালেঞ্জ করা ও নিজের অধিকারের জন্য লড়াইয়ে জীবনের ঝুঁকি নেয়া সহজ কাজ নয়। তবে আপনারা সাহসী নারী... নিজেদের উৎসর্গ করে হলেও প্রতিদিন এটিই করছেন।’

চলমান আন্দোলনকে জোরাল করার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আন্দোলনের দীর্ঘস্থায়ী প্রভাব নিশ্চিত করতে আমাদের অবশ্যই তাদের কথা শুনতে হবে, সমস্যাগুলো বুঝতে হবে, তাদের সম্মিলিত কণ্ঠে যোগ দিতে হবে। আমাদের অবশ্যই এমন সবাইকে পেতে হবে যারা অন্যদের প্রভাবিত করতে পারে, প্রতিবাদে যুক্ত করতে পারে। কারণ এই সংখ্যা বাড়ানো খুব গুরুত্বপূর্ণ।

View this post on Instagram

A post shared by Priyanka (@priyankachopra)

‘এই আন্দোলনে আপনার কণ্ঠ যুক্ত করুন। অবগত থাকুন ও সোচ্চার হন। এই কণ্ঠগুলোকে আর নীরব থাকতে বাধ্য করা যাবে না।’

সবশেষে #mahsaamini #IranProtests #WomanLifeFreedom হ্যাশট্যাগ ব্যবহার করে বিক্ষোভে সংহতি জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমি তোমাদের পাশে আছি। জিন, জিয়ান, আজাদি... নারী, জীবন, স্বাধীনতা।’

এর আগে ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান বিক্ষোভে সংহতি জানান অস্কারজয়ী জুলিয়েট বিনোচে এবং মেরিয়ন কোটিলার্ডসহ বেশ কয়েকজন তারকা অভিনেত্রী। ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে তারা নিজেদের চুল কেটে ফেলেছেন।

ব্রিটিশ অভিনেতা শার্লট র‌্যাম্পলিং, শার্লট গেইনসবার্গ এবং সঙ্গীতশিল্পী জেন বার্কিনও চুল কেটে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।

সংহতি জানিয়েছেন ইরানি বংশোদ্ভূত হলিউড তারকা ‘লর্ড অফ দ্য রিং: দ্য রিংস অফ পাওয়ার’-এর অভিনেত্রী ও অ্যাকটিভিস্ট নাজানিন বোনিয়াদিও। সম্প্রতি তিনি ইরান সরকারের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসে এক বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন।

ইরানে নারীদের এমন হিজাব করতে হয়, যেন তাদের চুল দেখা না যায়। কুর্দি নারী মাহসা আমিনি ১৩ সেপ্টেম্বর ইরানি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই পোশাক কোড না মানার দায়ে। তিন দিন পর পুলিশি হেফাজতে মারা যান ২২ বছরের মাহসা।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মারা যান মাহসা আমিনি

পুলিশ মাহসাকে হেফাজতে নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেও, পরিবারের অভিযোগ গ্রেপ্তারের পর তাকে পেটানো হয়। মাহসার মৃত্যুর পর রাস্তায় বিক্ষোভের পাশাপাশি ফেসবুক টুইটারে #mahsaamini এবং #Mahsa_Amini হ্যাশট্যাগ ব্যবহার করে চলছে প্রতিবাদ। নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের মধ্যেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা ইরানে।

অনেকেই হিজাব খুলে প্রতিবাদ জানাচ্ছেন, কেউ কেউ নিজেদের চুল কেটে ইরান সরকারের চাপিয়ে দেয়া পোশাকের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। #HairForFreedom ট্যাগে প্রতিবাদী এসব ইরানি নারীর প্রতি সংহতি জানাচ্ছেন তুরস্ক, লেবানন ও ফ্রান্সের নারীরাও। যুক্ত হচ্ছেন তারকা ও রাজনৈতিক নেত্রীরাও।

এ বিভাগের আরো খবর