বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিজাব ছাড়া ভিডিও দেয়ায় ইরানি তরুণীর পৌনে ৪ বছরের জেল

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৪৩

মেলিকা কারাগোজলু গত ১২ জুলাই দেশব্যাপী আইন-অমান্য কর্মসূচিতে অংশ নেয়ার পর গ্রেপ্তার হন, ওই কর্মসূচির অংশ হিসেবেই তিনি বাধ্যতামূলক হিজাবের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা মাথার ভিডিওটি পোস্ট করেছিলেন।

ইরানে নারীর বাধ্যতামূলক হিজাব আইনের প্রতিবাদ করায় দেশটির এক অধিকার কর্মীকে তিন বছর আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সাজা পাওয়া তরুণী মেলিকা কারাগোজলু মাথায় হিজাব ছাড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।

তার আইনজীবী মোহাম্মদ আলী কামফিরুজি ১৯ সেপ্টেম্বর এক টুইটে লেখেন, তেহরানের ইসলামিক রেভুলিউশনারি আদালত সম্প্রতি এই দণ্ড ঘোষণা করে।

‘সঠিক নিয়মে’ হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর ২২ বছরের মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ক্ষোভের আগুনে জ্বলছে ইরান। তেহরানসহ দেশের বিভিন্ন জায়গায় গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে। মাহসার মৃত্যুর পর চলমান বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত পাঁচ জন

এই উত্তাল পরিস্থতির মধ্যেই হিজাব না পরার কারণে মেলিকা কারাগোজলুকে কারাদণ্ড দেয়ার তথ্য জানা গেল

কারাগোজলু গত ১২ জুলাই দেশব্যাপী ‘আইন-অমান্য’ কর্মসূচিতে অংশ নেয়ার পর গ্রেপ্তার হন। ওই কর্মসূচির অংশ হিসেবেই তিনি বাধ্যতামূলক হিজাবের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা মাথার ভিডিওটি পোস্ট করেন।

ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পরই নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করা হয়। ইরানের ধর্মীয় শাসকদের কাছে নারীদের জন্য এটি ‘অতিক্রম-অযোগ্য সীমারেখা’। বাধ্যতামূলক এই পোশাকবিধি মুসলিম নারীসহ ইরানের সব জাতিগোষ্ঠী ও ধর্মের নারীদের জন্য প্রযোজ্য।

এই পোশাকবিধি অনুযায়ী নারীদের জনসমক্ষে চুল সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হয় এবং লম্বা, ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক।

হিজাব আইন আরও কঠোরভাবে প্রয়োগের জন্য চলতি বছরের ৫ জুলাই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি আদেশ জারি করেন। এর মাধ্যমে ‘সঠিক নিয়মে’ পোশাকবিধি অনুসরণ না করা নারীদের সরকারি সব অফিস, ব্যাংক এবং গণপরিবহনে নিষিদ্ধ করা হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে #no2hijab হ্যাশট্যাগ দিয়ে শুরু হয় প্রতিবাদ। দেশটির নারী অধিকার কর্মীরা গত ১২ জুলাই সরকার ঘোষিত জাতীয় হিজাব ও সতীত্ব দিবসে প্রকাশ্যে তাদের বোরখা ও হিজাব সরানোর ভিডিও পোস্ট করেন।

এর পরপরই ইরানি নিরাপত্তাবাহিনী প্রতিবাদে অংশ নেয়া নারীদের ধরপাকড় শুরু করে। এতে মেলিকা কারাগোজলুও গ্রেপ্তার হন।

টুইটে কারাগোজলুর আইনজীবী লিখেছেন, তার বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে, কারাগোজলুকে একজন বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখার পরামর্শও দিয়েছেন চিকিৎসক। তবে কারাদণ্ড দেয়ার ক্ষেত্রে বিচারক এগুলোর কোনোটিই বিবেচনায় নেননি।

এদিকে, ‘সঠিক নিয়মে’ হিজাব না করায় গ্রেপ্তার কুর্দি নারী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় প্রবল চাপে রয়েছে ইরানের সরকার। মাহসাকে ১৩ সেপ্টেম্বর তেহরানের নৈতিকতা পুলিশ গ্রেপ্তার করে। ইরানের দক্ষিণাঞ্চল থেকে তেহরানে ঘুরতে আসা মাহসাকে একটি মেট্রো স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সঠিকভাবে হিজাব করেননি।

পুলিশ হেফাজতে থাকার সময়েই মাহসার হার্ট অ্যাটাক হয়, এরপর তিনি কোমায় চলে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। পুলিশ মাহসাকে হেফাজতে নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেও পরিবারের অভিযোগ গ্রেপ্তারের পর তাকে পেটানো হয়।

মাহসার মৃত্যুর প্রতিবাদে গত কয়েক দিন ধরেই উত্তাল ইরান। ফেসবুক ও টুইটারে #mahsaamini এবং #Mahsa_Amini হ্যাশট্যাগ ব্যবহার করে চলছে প্রতিবাদ। ইরানের বিভিন্ন জায়গায় নারীর পোশাকের স্বাধীনতার পক্ষে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও চলছে।

এ বিভাগের আরো খবর