বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুরুষের যত বেশি আত্মপ্রেম, তত দ্রুত স্খলন

  •    
  • ২৮ আগস্ট, ২০২২ ১৭:৪৪

একদল মনোবিজ্ঞানী দেখেছেন, আত্মপ্রেম ও যৌন ক্রিয়াকলাপের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আত্মপ্রেমী (নার্সিসিস্ট) পুরুষ অর্গাজমে (চূড়ান্ত যৌন সুখানুভূতি) পৌঁছাতে পারেন কম এবং তাদের অকাল বীর্যপাতের সম্ভাবনা বেশি।

শারীরিক সম্পর্কের সময় দ্রুত বীর্যস্খলন নিয়ে দুর্বাভনার শেষ নেই বহু পুরুষের। এ ধরনের দুর্বলতা নারী-পুরুষের সম্পর্ককে চূড়ান্ত হতাশার দিকে টেনে নিয়ে যেতে পারে।

বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে দ্রুত বীর্য স্খলনের মূল কারণ মানসিক। তাছাড়া অনভিজ্ঞতা ও অনিয়ন্ত্রিত যৌন উত্তেজনাও ভূমিকা রাখতে পারে পুরুষের দ্রুত স্খলনে।

সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য। একদল মনোবিজ্ঞানী দেখেছেন, আত্মপ্রেম ও যৌন ক্রিয়াকলাপের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আত্মপ্রেমী (নার্সিসিস্ট) পুরুষ অর্গাজমে (চূড়ান্ত যৌন সুখানুভূতি) পৌঁছাতে পারেন কম এবং তাদের অকাল বীর্যপাতের সম্ভাবনা বেশি।

পিয়ার-প্রিভিউ জার্নাল সেক্সুয়াল অ্যান্ড রিলেশনশিপ থেরাপিতে প্রকাশিত হয়েছে গবেষণাটি। এতে বলা হয়েছে, আত্মপ্রেমী পুরুষের উত্তেজনা মূলত যৌন ক্রিয়া সম্পর্কিত নির্দিষ্ট অবস্থার ওপর বেশি নির্ভরশীল। উদাহরণ হিসেবে বলা যায়, তাদের সঙ্গী নতুন কি না সেটার ওপরেও তাদের উত্তেজনার মাত্রা (অ্যারাউজাল) নির্ভর করে।

গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার ভলপারাইসো ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড এল. রোল্যান্ড। তিনি বলছেন, ‘যৌন প্রতিক্রিয়া ও তুষ্টির সঙ্গে ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন, আত্মপ্রেমের সম্পর্ক রয়েছে। আমাদের গবেষণা আত্মপ্রেমের নেতিবাচক প্রভাবগুলোকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে গবেষণাটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য পুরুষের যৌন প্রতিক্রিয়াকে কীভাবে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছে।’

১৮ থেকে ৮৫ বছর বয়সী ১ হাজার ২৯৭ পুরুষকে বেছে নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন করা হয়েছে গবেষণায়। তাদের বৈশিষ্ট্য, চিকিৎসাগত অবস্থা, গত ১২ থেকে ২৪ মাসের যৌনতা ও সম্পর্কের ইতিহাস এবং যৌন দুর্বলতা ও আত্মপ্রেমের খতিয়ান নেয়া হয়েছে।

গবেষকরা দেখেছেন, যৌনতার সময়ে আত্মপ্রেমে ভুগতে থাকা পুরুষের যৌন সঙ্গী বদলানোর সম্ভাবনা বেশি। তারা সন্তুষ্টি অর্জনে ঘন ঘন স্বমেহন ও সঙ্গিনীর সঙ্গে যৌন মিলনে আগ্রহী হন। তবে এটা করেও যৌন তৃপ্তি লাভসহ সামগ্রিক সম্পর্ক নিয়ে তাদের সন্তুষ্টি কম। শেষমেশ তারা শারীরিক সম্পর্কের চেয়ে স্বমেহনকেই বেশি পছন্দ করেন।

যৌন আত্মপ্রেমের সঙ্গে লিঙ্গ উত্থান সমস্যার (ইরেক্টাইল ডিসফাংশন) সম্পর্ক নেই। তবে গবেষণায় দেখা গেছে, আত্মপ্রেমে ভোগা পুরুষ তাদের সঙ্গীর সঙ্গে যৌনতার সময় অর্গাজমে পৌঁছাতে অসুবিধা বোধ করেন এবং অকাল বীর্যপাতের প্রবণতা তৈরি হয়।

রোল্যান্ড বলেন, ‘আত্মপ্রেমী পুরুষ আনন্দের জন্য তাদের নিজস্ব আকাঙ্ক্ষার ভিত্তিতে দৃঢ়ভাবে চালিত হন। অর্গাজমের চেয়ে অন্যান্য কারণ, যেমন অন্তরঙ্গতার মাধ্যমে তারা বেশি যৌন তৃপ্তি লাভ করেন। তাদের দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা যেতে পারে। এ থেকে বোঝা যায়, তাদের যৌন উত্তেজনার বিষয়টি অভ্যন্তরীণ-স্থিতিশীল কারণগুলোর চেয়ে পরিস্থিতিগত কারণ দিয়ে বেশি চালিত।’

গবেষণার কিছু সীমাবদ্ধতা নিয়ে অবশ্য সতর্ক করছেন রোল্যান্ড। তিনি বলেন, ‘এটি একটি পারস্পরিক সম্পর্কযুক্ত গবেষণা। ফলে উপসংহার টানার বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের গবেষণায় মূল্যায়ন করা হয়নি এমন কারণও এ ফলের জন্য দায়ী হতে পারে।’

এ বিভাগের আরো খবর