বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষ্ণাঙ্গ ওয়াকারের গায়ে ‘৪৬টি গুলি অথবা ক্ষতচিহ্ন’

  •    
  • ১৬ জুলাই, ২০২২ ০৯:৩২

পুলিশ প্রকাশিত ঘটনার দিনের বডি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাস্ক পরা জেল্যান্ড ওয়াকার চলন্ত গাড়ির যাত্রীদের অংশ থেকে লাফ দিচ্ছেন। তাকে দৌড়ে পার্কিং লটের দিকে যেতে দেখা যায়। ওই সময় বিভিন্ন দিক থেকে ওয়াকারকে গুলি করতে থাকেন পুলিশ সদস্যরা।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের অ্যাক্রনে গত মাসে নিহত ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক জেল্যান্ড ওয়াকারের গায়ে ৪৬টি গুলির আঘাত অথবা ক্ষতচিহ্ন রয়েছে বলে জানানো হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে।

স্থানীয় সময় শুক্রবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসকের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, কোন গুলিতে ওয়াকার নিহত হয়েছেন কিংবা তাকে লক্ষ্য করে মোট কতটি গুলি ছোড়া হয়েছে, তা জানা সম্ভব ছিল না।

অ্যাক্রন শহরে শত শত মানুষের শোক আয়োজনের দুই দিন পর ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ হলো। ওয়াকার হত্যার ঘটনায় শহরটিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এমন বাস্তবতায় স্থানীয় সময় শুক্রবার রাতে সেখানে কারফিউ জারি করা হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, গত ২৭ জুন অ্যাক্রনে গুলিবিদ্ধ হয়ে হৃৎপিণ্ড, ফুসফুস ও ধমনিতে মারাত্মক আঘাত পান ওয়াকার।

পুলিশ প্রকাশিত ঘটনার দিনের বডি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাস্ক পরা ওয়াকার চলন্ত গাড়ির যাত্রীদের অংশ থেকে লাফ দিচ্ছেন। তাকে দৌড়ে পার্কিং লটের দিকে যেতে দেখা যায়। ওই সময় বিভিন্ন দিক থেকে ওয়াকারকে গুলি করতে থাকেন পুলিশ সদস্যরা।

পুলিশের দাবি, ওয়াকারের অঙ্গভঙ্গি হুমকিমূলক ছিল। যদিও প্রকাশিত আবছা ফুটেজ দেখে সেটা নির্ণয় করা কঠিন।

ঘটনার সময় নিরস্ত্র ছিলেন ওয়াকার। আইনজীবীর মাধ্যমে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাকে হত্যার কোনো দরকার ছিল না।

ওয়াকারের গাড়ির চালকের আসনে গুলিবিহীন একটি হ্যান্ডগান, এক ক্লিপ গুলি ও একটি ওয়েডিং ব্যান্ড পাওয়া গেছে।

ওহাইওর সামিট কাউন্টির ময়নাতদন্তকারী চিকিৎসক লিসা কোহলার বলেন, একটি গুলি বিভিন্ন প্রান্তে ক্ষত সৃষ্টি করতে পারে।

ওয়াকারকে গুলির ঘটনায় জড়িত ছিলেন আট পুলিশ কর্মকর্তা, যাদের মধ্যে সাত শ্বেতাঙ্গ ও একজন কৃষ্ণাঙ্গ। তাদের বৈতনিক ছুটিতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর