বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেয়েদের স্কুল খোলার আহ্বান আফগানদের

  • ডেস্ক   
  • ১২ জুলাই, ২০২২ ১৭:২৭

পারওয়ানের আরেক বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস সেকান্দারি বলেন, ‘আমার মেয়ে প্রশ্ন করছে কখন আবার স্কুল খুলবে। পড়াশোনার অনেক কিছুই সে ভুলে যাচ্ছে। তার এই কথায় আমি চিন্তিত।’

মেয়েদের মাধ্যমিক স্কুল বন্ধ থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আফগান নাগরিকরা। একই সঙ্গে স্কুল আবার খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সম্প্রতি একটি বক্তব্য দেন ইসলামিক আমিরাতের নেতা মাওলাবী হিবাতুল্লাহ আখুন্দজাদা। সেখানে তিনি আবার স্কুল খোলার ঘোষণা দেবেন বলে আশা করেছিলেন আফগান জনগণ।

তবে টোলো নিউজের প্রতিবেদন বলছে, ইসলামী নেতা তার বক্তব্যে স্কুল খোলার বিষয়ে কোনো কথা বলেননি। দারিদ্র্য এবং বেকারত্বের মতো বিষয়েও কথা বলেননি তিনি।

পারওয়ানের একজন বাসিন্দা জিয়াউদ্দিন জিয়া বলেন, ‘ইসলামী আমিরাতের নেতার বক্তব্যে আমরা স্কুল খোলা, দারিদ্র্য এবং বেকারত্বের সমাধান আশা করেছিলাম।’

কপিসানের আরেক বাসিন্দা ফারদিন কোহিস্তানি বলেন, ‘আগে ঈদের সময় মানুষ নতুন জামা কাপড়, শুকনো ফল কিনতে পারত। তবে দারিদ্র্যের জন্য এই ঈদে খুব কম লোকই তা কিনতে পেরেছে।’

পারওয়ানের আরেক বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস সেকান্দারি বলেন, ‘আমার মেয়ে প্রশ্ন করেছে কখন আবার স্কুল খুলবে। পড়াশোনার অনেক কিছুই সে ভুলে যাচ্ছে। তার এই কথায় আমি চিন্তিত।’

কাবুল কয়েকবার মেয়েদের স্কুল আবার চালু করার কথা দিয়েছে। তবে তা কার্যকর হয়নি।

ইসলামিক আমিরাত আফগানিস্তানের ধর্মীয় পণ্ডিতদের প্রধান শেখ ফকিরুল্লাহ ফাইক বলেছেন, ‘ইসলামিক আমিরাতের সর্বোচ্চ নেতা মাওলাবী হিবাতুল্লাহ আখুন্দজাদা ষষ্ঠ শ্রেণির ঊর্ধ্বে নারী শিক্ষার্থীদের জন্য স্কুল আবার খোলার বিপক্ষে নন।’

তিনি বলেছেন, ‘মেয়েদের স্কুলগুলো পুনরায় খোলায় দেরি হওয়ার একমাত্র কারণ হলো তালেবান চাচ্ছে পুরুষ ও নারী শিক্ষার্থীদের ক্লাসরুম আলাদা করতে।’

এ বিভাগের আরো খবর