বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লা সিটিতে এই প্রথম নিজ পরিচয়ে ভোট দেবেন ২ ট্রান্সজেন্ডার

  •    
  • ৮ জুন, ২০২২ ১৩:৫৪

হাসু বলেন, ‘আমি ও প্রীতি ছাড়া এখানে পৌনে ৪০০ হিজড়া আছেন। তাদের কেউ পুরুষ ভোটার, কেউ নারী ভোটার। আমরাই প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে ভোট দেব।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এই প্রথম দুজন ট্রান্সজেন্ডার পরিচয়ে ভোট দিতে যাচ্ছেন।

আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই প্রথম দুজন ট্রান্সজেন্ডার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।’

এই দুই ট্রান্সজেন্ডার হলেন নগরীর ৩ নম্বর ওয়ার্ডের ভোটার প্রীতি ও ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার হাসু।

২০১৪ সালে পুরুষ ভোটার হিসেবে নিবন্ধিত হন প্রীতি। গত বছর তিনি ট্রান্সজেন্ডার ভোটার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হন।

প্রীতি নিউজবাংলাকে বলেন, ‘আমার খুব ভালো লাগছে। এবার নিজের পরিচয়ে ভোট দিতে পারব৷ কাকে ভোট দেব তা এখন বলব না। কেন্দ্রে গিয়ে যাকে ভালো লাগবে তাকে ভোট দিব।’

হাসু বলেন, ‘আমি ও প্রীতি ছাড়া এখানে পৌনে ৪০০ হিজড়া আছেন। তাদের কেউ পুরুষ ভোটার, কেউ নারী ভোটার। আমরাই প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে ভোট দেব।’

২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ভোটার তালিকা বিধিমালায় পরিবর্তন এনে ট্রান্সজেন্ডার ক্যাটাগরি যুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। বর্তমানে সারা দেশে ৪৫৪ জন ট্রান্সজেন্ডার ভোটার আছেন। এর আগে ট্রান্সজেন্ডাররা নারী অথবা পুরুষ পরিচয়ে ভোটার হতেন।

১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আছেন পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার, কামরুল আহসান বাবুল এবং ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৭ ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন ও ট্রান্সজেন্ডার ভোটার দুজন।

এ বিভাগের আরো খবর