দিনাজপুর শিশু নিকেতনে বেড়ে ওঠা পরিবারহীন ৪০ নারীকে বিবাহোত্তর সংবর্ধনা দিয়েছে কর্তৃপক্ষ।
শহরের বালুবাড়ীর গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে শুক্রবার দুপুরে এই সংবর্ধনার আয়োজন হয়।
অনুষ্ঠানে উপহার হিসেবে কনেদের দেয়া হয় সেলাই মেশিন ও বরদের দেয়া হয় বাইসাইকেল। পাশাপাশি সংসারের নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যও দেয়া হয়।
আয়োজকরা জানান, ২০১৯ সালে সবশেষ শিশু নিকেতনের ২০ জন এতিম মেয়ের বিয়ে দেয়া হয় আয়োজন করে। এরপর থেকে করোনার কারণে এ ধরনের অনুষ্ঠান করা হয়নি। এর মধ্যে বিভিন্ন সময় এই ৪০ জন মেয়ের বিয়ে দেয় শিশু নিকেতন।
এবার তাদের নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। তাতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ও শিশু নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মোজাফ্ফর আলী মিলনসহ অনেকে।
শিশু নিকেতনসূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থায় মেয়েদের ১৮ বছর পুর্ণ হলে বিয়ে দেয়া হয় আনুষ্ঠানিকভাবে। এ পর্যন্ত শিশু নিকেতনের ১৭৪ মেয়ের বিয়ে হয়েছে।