আফগানিস্তানের ১৫টি প্রাদেশিক রাজধানী দখলে নেয়া সশস্ত্র গোষ্ঠী তালেবানের হাতে নারী ও মেয়েদের অধিকার মারাত্মকভাবে খর্ব করার ‘ভয়াবহ’ কিছু প্রতিবেদন উঠে এসেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলের আরও কাছাকাছি চলে গেছে তালেবান যোদ্ধারা। তারা দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দ্বারপ্রান্তে।
এমন বাস্তবতায় ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনে ক্ষমতা হারানোর আগে তালেবান যে কট্টর শাসন চালু করেছিল, তা ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে।
‘তালেবানের নিয়ন্ত্রণ নেয়া এলাকাগুলোতে মানবাধিকার ব্যাপকভাবে সীমিত করা, বিশেষত নারী ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোর লক্ষণগুলো স্পষ্ট হতে থাকায় আমি…গভীরভাবে উদ্বিগ্ন’, বলেন গুতেরেস।
‘অনেক কষ্টে অর্জিত আফগান মেয়ে ও নারীদের অধিকার কেড়ে নেয়া সংক্রান্ত প্রতিবেদনগুলোতে চোখ রাখা বিশেষভাবে ভয়াবহ ও হৃদয়বিদারক’, যোগ করেন জাতিসংঘের প্রধান।
গুতেরেস সতর্ক করে বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানো আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। এটি যুদ্ধাপরাধের সমতুল্য।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় লোগার প্রদেশের রাজধানী পুলি-ই-আলিমও দখল করেছে তালেবান। এর মাধ্যমে কাবুলের ৮০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে গোষ্ঠীটি।
পুলি-ই-আলিমসহ শুক্রবার তিনটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। অন্য শহর দুটি হলো দক্ষিণের হেলমান্দ প্রদেশের লস্কর গাহ ও জাবুল প্রদেশের কালাত।
এর আগে বৃহস্পতিবার গাজনি দখলের মাধ্যমে রাজধানী কাবুলের দেড় শ কিলোমিটারের মধ্যে পৌঁছায় তালেবান যোদ্ধারা। একই দিন দখলে নেয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কান্দাহার ও হেরাত শহর।
গত ৯ দিনে ১৫টি প্রাদেশিক রাজধানী দখল করে তালেবান। এ নিয়ে দেশের ৩৪টি প্রাদেশিক রাজধানীর প্রায় অর্ধেকই এখন ওই গোষ্ঠীর নিয়ন্ত্রণে।