বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাঙ্গেরিতে এলজিবিটি অধিকারের দাবিতে বিক্ষোভ

  •    
  • ২৫ জুলাই, ২০২১ ১০:৫৫

প্রতি বছরই বুদাপেস্টে এলজিবিটি সম্প্রদায়ের সমর্থনে প্রাইড মার্চের আয়োজন হয়। কিন্তু এলজিবিটিবিরোধী নতুন আইনের কারণে ২০২১ সালের এ বিক্ষোভ কর্মসূচি আলাদা গুরুত্ব পাচ্ছে।

অধিকারের দাবিতে বুদাপেস্টে বিক্ষোভ করেছেন এলজিবিটি (লেসবিয়ান-গে-বাইসেকচুয়াল-ট্রান্সজেন্ডার) সম্প্রদায়ও তাদের সমর্থকরা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে সমকামিতা ও ট্রান্সজেন্ডারদের বিষয়ে পাঠ্যক্রমের পরিসর সীমিতকরণে হাঙ্গেরি সরকারের পরিকল্পনার প্রতিক্রিয়ায় শনিবারের এ বিক্ষোভ।

শিক্ষা কার্যক্রমে এলজিবিটি ইস্যুর পরিসর কমাতে চলতি মাসেই আইন কার্যকর হতে পারে হাঙ্গেরিতে। জনসমর্থনের ভিত্তিতে বিষয়টির বৈধতা প্রতিষ্ঠায় গণভোট আয়োজনের পরিকল্পনা করছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।

হাঙ্গেরির এ পরিকল্পনায় ক্ষুব্ধ ইউরোপের অনেক দেশ। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে হাঙ্গেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এতে প্রভাব পড়তে পারে হাঙ্গেরির জন্য জোটের বরাদ্দকৃত অর্থ সহায়তায়।

প্রতি বছরই বুদাপেস্টে এলজিবিটি সম্প্রদায়ের সমর্থনে প্রাইড মার্চের আয়োজন হয়। কিন্তু এলজিবিটিবিরোধী নতুন আইনের কারণে ২০২১ সালের এ বিক্ষোভ কর্মসূচি আলাদা গুরুত্ব পাচ্ছে।

হাঙ্গেরির শীর্ষ এলজিবিটিকিউআই (লেসবিয়ান-গে-বাইসেকচুয়াল-ট্রান্সজেন্ডার-কুইয়ার-ইন্টারসেক্সড) অধিকার সংগঠন হ্যাটারের মুখপাত্র তামাস ডোম্বোস।

তিনি বলেন, ‘নতুন আইনে সমকামী ও ট্রান্সজেন্ডারদের প্রতি বিদ্বেষকে প্রকাশ্যে উৎসাহ ও বৈধতা দেয়া হয়েছে। এই ক্ষত অনেক অনেক বছর আমাদের বয়ে চলতে হবে।’

এ অবস্থায় বৈচিত্র্যপূর্ণ, উদার ও একীভূত সমাজের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাইড মার্চের আয়োজন। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন।

বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি একে নিজেদের অস্তিত্ব উদযাপনের আয়োজন বলে মনে করেন সমকামী ও ট্রান্সজেন্ডাররা।

এদিকে, একইদিন সমকামী ও ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে ‘স্টপ এলজিবিটি’ শীর্ষক একটি প্রতিবাদ কর্মসূচিও হয় বুদাপেস্টে।

এতে প্রাচীন খ্রিস্টান মূল্যবোধ রক্ষায় হাঙ্গেরি সরকারের আইনে সমর্থন জানান এলজিবিটিবিরোধীরা।

এ বিভাগের আরো খবর