ধর্ষণের জন্য মেয়েদের স্বল্পবসনকে দায়ী করা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন আলোচিত লেখক তসলিমা নাসরিন।
পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক থাকাকালীন, নারীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন ইমরান। সেই সময় তোলা ইমরানের একটি ছবি মঙ্গলবার টুইটারে তুলে ধরেছেন তসলিমা। ছবিতে ইমরানের উদোম ছবি পোস্ট করে নারীবাদী নির্বাসিত লেখক তসলিমা লেখেন, ‘পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাতে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে। যদি না তারা রোবট হয়।’
তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরে তার লেখালেখির মাধ্যমে লিঙ্গ বৈষম্য ও পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়ে আসছেন। ধর্মীয় অবমাননার অভিযোগ এনে তার ফাঁসির দাবিতে ইসলামপন্থিরা আন্দোলন শুরু করলে ১৯৯৪ সালে তিনি দেশত্যাগ করেন। প্রবাস জীবনে তিনি বিভিন্ন সময় সুইডেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ভারতে বসবাস করেন।
ইমরান খানকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের শুরু গত এপ্রিলে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এইচবিওতে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তান প্রধানমন্ত্রী জানান, উস্কানিমূলক আচরণ বন্ধ হলে নারীর প্রতি যৌন সহিংসতা বন্ধ হবে।
তিনি বলেন, ‘স্বল্পবাস নারীকে দেখে পুরুষের মন চঞ্চল হওয়াটাই স্বাভাবিক, যদি না সেই পুরুষ রোবট হয়। সাধারণ বুদ্ধি অন্তত তাই বলে।’
পাকিস্তান প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে।
পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানান, প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে তার অসুস্থ চিন্তা, নারীবিদ্বেষ ও তাদের অবরুদ্ধ করে রাখার মনোভাব প্রকাশ পেয়েছে।
ইমরানের এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠলে নিজের বক্তব্যের পক্ষে সাফাই গান ইমরান খান। তিনি বলেন, ‘আমি আসলে পর্দার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছিলাম, তাও পাকিস্তানের প্রেক্ষাপটে।’
তিনি বলেন, তার দেশের সমাজ ও জীবন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন।
ভারতের সংবাদ সংস্থা এএনআই পাকিস্তান সরকারের বরাতে বলছে, পাকিস্তানে দিনে গড়ে ১১ জন ধর্ষণের শিকার হন। আর গত ছয় বছরে থানায় ২২ হাজার ধর্ষণ মামলা করা হয়েছে।