নারী ও পুরুষের সামাজিক বৈষম্যকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণে কাজ করছেন গ্রিসের শরণার্থী নারীরা।
দেশটির রাজধানী এথেন্সে কারিগরি প্রশিক্ষণ দানকারী দাতব্য সংস্থার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের এক নির্মাতার সহযোগিতায় হয়েছে এ কাজটি। তার তত্ত্বাবধানে নারীদের একটি দল তৈরি করছেন শর্ট ফিল্ম, পডকাস্টের মতো কন্টেন্টগুলো।
ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়, কঙ্গো, সিরিয়া, আফগানিস্তান ও ইরানের নারী শরণার্থীদের এ প্রশিক্ষণ দিচ্ছে গ্লোবালগার্ল মিডিয়া নামের একটি সংগঠন।
সুবিধাবঞ্চিত তরুণীদের ডিজিটাল মাধ্যম ও সাংবাদিকতাবিষয়ক দক্ষতা অর্জনে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।
এদের অনেকে উন্নত জীবনের আশায় অর্ধেক পৃথিবী পার হয়ে গ্রিস পর্যন্ত এলেও বৈষম্যমুক্ত জীবনের দেখা পাননি সেখানেও।
২৫ বছর বয়সী আফগান তরুণী ফাতেমা জাফরি বলেন, ‘গ্রিক নারীদের দৈনন্দিন জীবনের সমস্যা আমার জানা ছিল না। সাক্ষাৎকার নিয়ে আমি জেনেছি তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতার খুব একটা পার্থক্য নেই।
‘দেশ, জাতিভেদে আমাদের সবারই একে অন্যের সহযোগিতা প্রয়োজন।’
কয়েক দশক নীরবতার পর গ্রিসে সাম্প্রতিক বছরগুলোতে নারীর প্রতি সহিংসতা ও নারী হত্যার ঘটনাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে।
গত জানুয়ারিতে গ্রিক অলিম্পিকের সেইলিং চ্যাম্পিয়ন সোফিয়া বেকাতোরু তার ফেডারেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।
এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় হ্যাশট্যাগ মি-টু আন্দোলন, যার মাধ্যমে বেরিয়ে আসতে শুরু করে দেশটিতে ঘটে যাওয়া অসংখ্য যৌন হয়রানির ঘটনা।
গ্রিসে গ্লোবালগার্ল মিডিয়ার সমন্বয়ক ও পরিচালক অ্যামি উইলিয়ামস বলেন, ‘বিভিন্ন মাধ্যমে নারীদের আওয়াজ শোনাই যায় না। বিশেষ করে শরণার্থী তরুণীদের জীবন একেবারেই পর্দার আড়ালে।
‘তাদের সাংবাদিকতা পেশায় আসতে উৎসাহ ও প্রশিক্ষণ দেয়াই আমাদের লক্ষ্য। এর মাধ্যমে শুধু তাদের সংগ্রামই নয়, অন্য নারীদের সংগ্রাম তুলে ধরার মাধ্যমে নিজেদের পায়ের নিচের মাটিও শক্ত করতে সমর্থ্য হবেন তারা। নারী-পুরুষ সমতা নিশ্চিতে আনতে পারবেন বড় পরিবর্তন।’
প্যারিসে জেন্ডার সমতাবিষয়ক জাতিসংঘের একটি ফোরামের অনুষ্ঠান আগামী ৩০ জুন। সেখানে জেন্ডার সমতা নিশ্চিতে বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা চাইবেন এই শরণার্থী নারীরা।
আয়োজনটি সামনে রেখে গ্রিসের বিভিন্ন নারীবাদী সংগঠন ও ব্যক্তিত্বদের সাক্ষাৎকারভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে তাদের প্রশিক্ষণ ও অর্থ সহায়তা দেয়া হচ্ছে।