যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষদের শোভাযাত্রা চলাকালে পিকআপ ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন।
ফ্লোরিডার উইলটন ম্যানরস শহরে স্থানীয় সময় শনিবার রাতে ওই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
অঙ্গরাজ্যের ফোর্ট লাউডারডেল শহরের মেয়র ডিন ট্রানট্রালিস বলেন, শোভাযাত্রায় অংশ নেয়া এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষদের ওপর ট্রাকচালক ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। চালকের উদ্দেশ্য পরিষ্কার নয়।
মায়ামিভিত্তিক টেলিভিশন স্টেশন ডব্লিউএসভিএনের প্রতিবেদনে বলা হয়, চালকের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
উইলটন ম্যানরস শহরে এলজিবিটিকিউ সম্প্রদায়ের উৎসব ‘স্টনওয়াল প্রাইড প্যারেডে’ অংশ নিয়েছেন এমন ভান করেন ওই চালক। শোভাযাত্রায় ভিড়ের ভেতর ঢুকে পড়লে একপর্যায়ে উৎসবে অংশগ্রহণকারীরা সরতে বললে চালক হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দেয়।
ফোর্ট লাউডারডেল শহরের গোয়েন্দা পুলিশ এক বিবৃতিতে বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আমরা সব সম্ভাবনা বিবেচনা ও মূল্যায়ন করছি।’
ট্রাকের ধাকায় আহত দুই ব্যক্তিকে দ্রুতই স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়।
ফ্লোরিডার উইলটন ম্যানরস শহরের পুলিশ বিভাগ টুইটবার্তায় বলে, ‘দুঃখজনক ঘটনার কারণে স্টনওয়াল প্রাইড প্যারেড বাতিল করা হয়েছে। তবে উৎসব ঘিরে অন্যান্য অনুষ্ঠান চলবে।’
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির নেতা ডেবি ওয়াসারম্যান শুলজ ওই শোভাযাত্রায় ছিলেন।
নিজে অক্ষত রয়েছেন বলে টুইটবার্তায় জানান শুলজ। তবে ওই ঘটনায় একজনের মৃত্যু ও আরেকজন গুরুতর আহত হওয়ায় মর্মাহত হয়েছেন বলে জানান তিনি।