বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে মালালা

  •    
  • ২ জুন, ২০২১ ২০:০৩

টুইট বার্তায় মালালা জানিয়েছেন, একটি কিশোরীর যখন দূরদৃষ্টি ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, তখন তার মধ্যে জন্ম নেয় এক অদম্য সাহস। যেকোনো কিশোরী যে এই প্রচ্ছদটি দেখবে সে উপলব্ধি করতে পারবে তার মধ্যেও গোটা পৃথিবী পাল্টে দেয়ার মতো শক্তি রয়েছে।

বিশ্বনন্দিত ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর প্রচ্ছদে এবার মডেল হয়েছেন সবচেয়ে কম বয়সে নোবেল বিজয়ী ও তালেবানের আত্মঘাতী হামলা থেকে বেঁচে যাওয়া মালালা ইউসুফজাই।

২৩ বছর বয়সী পাকিস্তানি লেখক ও শিক্ষাবিষয়ক আন্দোলনকর্মী মালালাকে দেখা যাবে ম্যাগাজিনটির জুলাইয়ের সংখ্যায়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মালালার দৃষ্টিনন্দন ছবিগুলো ছড়িয়ে পড়েছে। বুধবার এ খবর প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যম সিএনএন ও ডন পত্রিকায়।

এ বিষয়ে টুইট বার্তায় মালালা জানিয়েছেন, একটি কিশোরীর যখন দূরদৃষ্টি ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, তখন তার মধ্যে জন্ম নেয় এক অদম্য সাহস। যেকোনো কিশোরী যে এই প্রচ্ছদটি দেখবে সে উপলব্ধি করতে পারবে তার মধ্যেও গোটা পৃথিবী পাল্টে দেয়ার মতো শক্তি রয়েছে।

এসব ছবিতে মালালাকে দেখা যায় মাথায় ওড়না ও ঢিলেঢালা পোশাক পরিহিত অবস্থায়।

এ প্রসঙ্গে মালালা বলেন, ‘এই পোশাক আমার পশতুন সম্প্রদায়ের ঐতিহ্য। এই ধরনের পোশাক বলে দেয় আমার পারিবারিক উৎসের কথা। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরলে অনেক সময় নারীদের পরাধীন ও নির্যাতিত বলে মনে করা হয়।

ভোগ ম্যাগাজিনে প্রকাশ পাওয়া মালালা ইউসুফজাইয়ের আরেকটি ছবি।

‘তবে আমি বিশ্বাস করি, ঐতিহ্যবাহী পোশাক কখনও কোনো নারীর এগিয়ে যাওয়ায় বাধা হতে পারে না। বরং তা হয়ে উঠতে পারে স্বাতন্ত্র্যতা ও শক্তির উৎসে।’

তালেবানের আত্মঘাতী হামলা থেকে বেঁচে যাওয়া মালালা ইউসুফজাইয়ের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠীটির ক্রোধ জন্মানো শুরু হয় যখন তার বয়স মাত্র ১০ বছর। উত্তর-পশ্চিম পাকিস্তানের মেয়েশিশুদের শিক্ষার অধিকার নিয়ে প্রচার অভিযানে অংশ নেয়ায় তার ওপর ক্ষুব্ধ হয় তালেবানরা।

সে সময় পাকিস্তানি তালেবান সোয়াত উপত্যকা অঞ্চলে নারীদের শিক্ষা ও নারীর ক্ষমতায়ন নিষিদ্ধ করেছিল।

গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর মালালা মেয়েশিশু ও নারীদের জন্য একটি ডিজিটাল প্রকাশনী শুরু করে যেটি অ্যাপল নিউজে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে তিনি এক্সট্রা কারিকুলার নামে একটি টেলিভিশন প্রযোজনা প্রতিষ্ঠানও চালু করেন।

মালালা বলেন, ‘আমি এমন গল্পের শক্তিতে বিশ্বাসী, যে গল্পগুলো পরিবারকে একত্র করে, বন্ধুত্বের সূচনা ঘটায়, আন্দোলন গড়ে তোলে ও শিশুদের স্বপ্ন দেখতে উৎসাহী করে।’

মালালা বলেন, ‘আমার বিশ্বাস এ অংশীদারির মাধ্যমে এ মঞ্চে ও প্ল্যাটফর্মে আমি নতুন আওয়াজ তুলতে পারব। আমি আশা করি আমার মাধ্যমে এই শো-গুলো দেখে আরও তরুণী ও মেয়েরা উৎসাহী হয়ে উঠবে।’

এ বিভাগের আরো খবর