বিশ্বের সর্ববৃহৎ শিল্পকর্ম জাদুঘর ল্যুভ-এ প্রথমবারের মতো নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লরেন্স দেজ কার্স।
১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় প্রতিষ্ঠিত হয় ল্যুভ। ২২৮ বছরের ইতিহাসে জাদুঘরটির প্রধান হিসেবে নিয়োগ পাওয়া একমাত্র নারী কার্স।
শিল্পকলার মাধ্যমে সামাজিক নানা সমস্যা তুলে ধরার জন্য সুপরিচিত কার্সকে বুধবার ল্যুভ-এর পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়, ল্যুভপ্রধান হিসেবে কার্স আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।
ল্যুভ-এর বর্তমান পরিচালক জ্যঁ-লাক মার্টিনেজের মেয়াদ শেষে তার স্থলাভিষিক্ত হবেন কার্স। ২০১৩ সাল থেকে ল্যুভ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মার্টিনেজ।
বর্তমানে প্যারিসের আরেকটি ঐতিহাসিক জাদুঘর মুজি দো’র্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৪ বছর বয়সী লরেন্স দেজ কার্স। চার বছর আগে ল্যুভ-এর কাছেই অবস্থিত এই জাদুঘরটিরও প্রথম নারীপ্রধান হিসেবে নিয়োগ পান তিনি।
ল্যুভ, মুজি দো’র্সে, শ্যাতু দে ভ্যার্সাই ও পম্পিদু মর্ডান আর্ট মিউজিয়ামসহ ফ্রান্সের শীর্ষ সব রাষ্ট্রীয় জাদুঘরের প্রধানদের নিয়োগে সরাসরি যুক্ত থাকেন দেশটির প্রেসিডেন্ট।
উনবিংশ ও বিংশ শতাব্দীর শিল্পকলাবিষয়ক ইতিহাসবিদ ও বিশেষজ্ঞ লরেন্স দেজ কার্স। মুজি দো’র্সে জাদুঘরের পরিবর্তন ও বৈচিত্র্যে বড় ধরনের ভূমিকা রাখার কৃতিত্ব দেয়া হয় তাকে।
২০১৯ সালে কার্সের নেতৃত্বে জাদুঘরটির একটি প্রদর্শনী সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। একই সঙ্গে এই প্রদর্শনীটি কার্সের মেয়াদে মুজি দো’র্সের সবচেয়ে আলোচিত আয়োজন হিসেবেও সুনাম কুড়ায়।
‘ব্ল্যাক মডেলস: ফ্রম জেরিকোল্ট টু ম্যাটিস’ শীর্ষক ওই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছিল ফ্রান্সে শিল্পকলার পুরোধা খ্যাত সেসব কৃষ্ণাঙ্গ মডেলদের, আধুনিক বিশ্ব যাদের নাম ভুলতে বসেছে।
সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে কার্স বলেছিলেন, ‘সামাজিক বিতর্কগুলোর সঙ্গে যোগসূত্র রক্ষার মাধ্যমেই কেবল নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত থাকতে পারবে জাদুঘরগুলো।’
উনবিংশ শতাব্দীর অস্ট্রিয়ান চিত্রশিল্পী গুস্তভ ক্লিমতের আঁকা একটি ছবি ১৯৩৮ সালে নাৎসি বাহিনীর কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল একটি ইহুদি পরিবার। ছবিটি এত দিন মুজি দো’র্স জাদুঘরে সুরক্ষিত ছিল। চলতি বছর কার্সের নেতৃত্বেই ছবিটি ওই পরিবারের উত্তরসূরিদের হাতে তুলে দেয়া হয়।
২০১৭ সালে মুজি দো’র্সের প্রধান হিসেবে দায়িত্ব নেন কার্স। এর আগে সোফি ম্যাকারিউয়ের পর প্যারিসের প্রধান কোনো জাদুঘরের দ্বিতীয় নারী কিউরেটর হিসেবে নিয়োজিত ছিলেন কার্স।
তিনি এমন একসময়ে ল্যুভ-এর দায়িত্ব নিচ্ছেন, যখন করোনাভাইরাস মহামারি ও লকডাউনের প্রভাবে সাম্প্রতিককালে সবচেয়ে কম দর্শনার্থী জাদুঘরটিতে পা রাখছে।
মহামারির দুই বছর আগে ১২ মাসে এক কোটির বেশি মানুষ ল্যুভ দর্শন করেছিলেন।