বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিশ্রুতি ভেঙেছেন বাইডেন: ফ্লয়েডের বোন

  •    
  • ২৬ মে, ২০২১ ০৮:৪৮

ফ্লয়েডের মৃত্যুর এক বছর পূর্তিতে পুলিশের সংস্কার-সংক্রান্ত একটি বিলে সই করার কথা ছিল বাইডেনের। পরে বিলটি নিয়ে আরও আলোচনা দরকার অজুহাতে সেটিকে আইনপ্রণেতাদের কাছে পাঠান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙের অভিযোগ তুলে তার সঙ্গে সাক্ষাৎ বাতিল করেছেন পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের বোন ব্রিগেট ফ্লয়েড।

২০২০ সালের ২৫ মে ৪৬ বছর বয়সী ফ্লয়েডকে জালটাকা ব্যবহারের অভিযোগে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস পুলিশ। পরে প্রকাশ্যে রাস্তায় পুলিশি নির্যাতনে মৃত্যু হয় তার।

ওই ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। সমালোচনার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনেও।

চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে ফ্লয়েডের পরিবার। একই সঙ্গে কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ থেকে যুক্তরাষ্ট্রের পুলিশি ব্যবস্থা সংস্কারের দাবি তোলা হয়।

ফ্লয়েডের মৃত্যুর এক বছর পূর্তিতে এ-সংক্রান্ত একটি বিলে সই করার কথা ছিল বাইডেনের। পরে বিলটি নিয়ে আরও আলোচনা দরকার অজুহাতে সেটিকে আইনপ্রণেতাদের কাছে পাঠান তিনি।

ব্রিগেট ফ্লয়েড বলেন, ‘বিলে বাইডেনের সই উপলক্ষে আমার রাজধানীতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বিলে সই করেননি। প্রতিশ্রুতি ভেঙেছেন বাইডেন।’

পুলিশের সংস্কার-সংক্রান্ত ওই বিলটি পাস হলে দায়িত্বপালনের অজুহাতে করা অপরাধের জন্য তাদের অভিযুক্ত ও বিচার করা সহজ হবে।

জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিচার চলছে। তাদের বিরুদ্ধে ফ্লয়েডের নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

এ ঘটনায় মূল আসামি ডেরেক শভিনের রায় হবে আগামী ২৫ জুন। তার ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

এ বিভাগের আরো খবর