বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাজ্যে এলজিবিটিকিউ অধিকার নিয়ে প্রথম সম্মেলন

  •    
  • ১৬ মে, ২০২১ ১৫:৩৪

যুক্তরাজ্যের নারী ও সমতাবিষয়ক মন্ত্রী লিজ ট্রুজ বলেন, ‘এলজিবিটি মানুষেরা যেসব সংস্কারের মুখোমুখি এখনও হচ্ছেন, সেসব নিয়ে সম্মেলনে আলোচনা হবে। আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের সঙ্গে ওই সব সংস্কার মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়েও সেখানে আলোচনা হবে।’

যুক্তরাজ্যে লেসবিয়ান, গে, বাইসেক্সচুয়াল ও ট্রান্সজেন্ডার মানুষের অধিকার নিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্বের এলজিবিটিকিউদের অধিকার সুরক্ষায় কাজ করা ইক্যুয়াল রাইটস কোয়ালিশনকে (ইআরসি) দেয়া অঙ্গীকার অনুযায়ী যুক্তরাজ্য সরকার সামনের বছর ওই সম্মেলনের আয়োজন করছে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।

সামনের বছরের জুনে লন্ডনে দুই দিনব্যাপী ‘সেইফ টু বি মি’ নামে ওই সম্মেলন চলবে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত কর্মকর্তা, অ্যাকটিভিস্ট ও নীতিনির্ধারকদের আমন্ত্রণ জানানো হবে।

‘সেইফ টু বি মি’ সম্মেলনে সভাপতি হিসেবে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সাবেক এমপি নিক হারবার্টের নাম ঘোষণা করা হয়েছে। এলজিবিটিকিউদের অধিকার বিষয়ে তিনি দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত।

হারবার্ট বলেন, ‘এই প্রথমবারের মতো এলজিবিটিকিউদের অধিকার নিয়ে এত বড় আয়োজন হতে যাচ্ছে, যেখানে বিভিন্ন দেশের পার্লামেন্টের সদস্যরাও অংশ নেবেন। আশা করি, এলজিবিটিকিউদের অধিকারে প্রকৃত পরিবর্তনের জন্য সম্মিলিত পদক্ষেপ নিতে এই আয়োজন সবাইকে উৎসাহিত করবে।’

যুক্তরাজ্যের নারী ও সমতাবিষয়ক মন্ত্রী লিজ ট্রুজ বলেন, ‘এলজিবিটি মানুষেরা যেসব সংস্কারের মুখোমুখি এখনও হচ্ছেন, সেসব নিয়ে সম্মেলনে আলোচনা হবে। আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের সঙ্গে ওই সব সংস্কার মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়েও সেখানে আলোচনা হবে।

‘সব মানুষকে তাদের স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্য ও মেধা দিয়েই কেবল মূল্যায়ন করা উচিত। এ বার্তা যেন পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ে, আমরা তা নিশ্চিত করতে চাই।’

এ বিভাগের আরো খবর