বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিথুয়ানিয়া-সার্বিয়ায় জেন্ডার বৈষম্য কমেছে

  •    
  • ২৮ এপ্রিল, ২০২১ ১২:২৭

জেন্ডার বৈষম্য দূরীকরণ প্রক্রিয়ায় গত এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে লিথুয়ানিয়ার। সূচকে ২৫ ধাপ এগিয়ে গিয়ে জেন্ডার বৈষম্য কমপক্ষে ৮০ শতাংশ কমাতে সক্ষম হয়েছে এমন দেশগুলোর কাতারে দাঁড়িয়েছে দেশটি।

মধ্য ও পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়াকে জেন্ডার বৈষম্য দূর করতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। তবে ওইসব অঞ্চলের মধ্যে লিথুয়ানিয়া ও সার্বিয়ায় বৈষম্য দূরীকরণে আগের চেয়ে বেশ অগ্রগতি হয়েছে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এক প্রতিবেদনে উঠে এসেছে।

বুধবার ইমার্জিং ইউরোপ লিখেছে, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও সারভাইভাল এবং রাজনৈতিক ক্ষমতায়ন-প্রধান এ চার ক্যাটাগরির ওপর ভিত্তি করে জেন্ডারভিত্তিক বৈষম্যের সূচক নির্ধারণ করে ডব্লিউইএফ।

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারি জেন্ডার সমতার লক্ষ্যমাত্রা পূরণে বিশ্বকে গড়ে ৩৬ বছর পিছিয়ে দিয়েছে। এর অর্থ, জেন্ডার সমতার জন্য আরও এক প্রজন্মের নারীদের অপেক্ষা করা লাগবে।

মধ্য ও পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ায় আগামী ১৩৪.৭ বছরে জেন্ডার বৈষম্য দূর হওয়ার সম্ভাবনা হয়েছে। অন্যদিকে পশ্চিম ইউরোপে বৈষম্য দূর করতে লাগবে ৫২.১ বছর।

জেন্ডার বৈষম্য দূরীকরণ প্রক্রিয়ায় গত এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে লিথুয়ানিয়ার। সূচকে ২৫ ধাপ এগিয়ে গিয়ে জেন্ডার বৈষম্য কমপক্ষে ৮০ শতাংশ কমাতে সক্ষম হয়েছে এমন দেশগুলোর কাতারে দাঁড়িয়েছে দেশটি।

বৈষম্য দূরীকরণে সার্বিয়ার অবস্থাও বেশ ভালো। সূচকে ২০ ধাপ এগিয়ে গিয়ে বিশ্বে ১৯তম অবস্থানে রয়েছে দেশটি। মধ্য ও পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার অঞ্চলগুলোর মধ্যে সার্বিয়ার অবস্থান দ্বিতীয়।

শিক্ষাগত অর্জনের ক্যাটাগরিতে ওইসব অঞ্চল গত বছর সবচেয়ে ভালো করেছে। ওই ক্যাটাগরিতে জেন্ডার বৈষম্য প্রায় ৯৬.৬ শতাংশ দূর করা গেছে। একই ভাবে স্বাস্থ্য ও সারভাইভাল ক্যাটাগরিতে ৯৭.৭ শতাংশ জেন্ডার বৈষম্য দূর করেছে অঞ্চলগুলো।

তবে মধ্য ও পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ায় অর্থনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য কমিয়ে আনার বিষয়টি আশাব্যঞ্জক নয়, গড়ে ৭৩.৫ শতাংশ। অবশ্য উত্তর আমেরিকার পর বিশ্বে এ হার দ্বিতীয়।

অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিতে অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে বেলারুশ। ৮৪ শতাংশ জেন্ডার সমতা আনতে সক্ষম হয়েছে দেশটি। অন্যদিকে এ ক্ষেত্রে সবচেয়ে নাজুক অবস্থানে আজারবাইজান। সূচকে এ ক্ষেত্রে দেশটির স্কোর মাত্র ৫৭ শতাংশ।

এ বিভাগের আরো খবর