বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেন্ডার রিভিল পার্টির বিস্ফোরণে কাঁপল নিউ হ্যাম্পশায়ার

  •    
  • ২৫ এপ্রিল, ২০২১ ১৩:৩৩

৮০ পাউন্ড ট্যানেরাইটের সঙ্গে চকের গুঁড়ো মিশিয়ে ওই বিস্ফোরক তৈরি করা হয়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছিল ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরের অনেক শহর আর ভবন।

অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে, ঘটা করে তা সবাইকে জানাতে বিস্ফোরক ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের এক দম্পতি। সে বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এতে কম্পন অনুভূত হয়েছে নিউ হ্যাম্পশায়ারজুড়ে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

৮০ পাউন্ড ট্যানেরাইটের সঙ্গে চকের গুঁড়ো মিশিয়ে ওই বিস্ফোরক তৈরি করা হয়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছিল ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরের অনেক শহর আর ভবন।

বিস্ফোরণটি যিনি ঘটয়েছিলেন, তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রাজ্যের বিভিন্ন শহরের বাসিন্দারা প্রথমে মনে করেছিলেন এটি ভূমিকম্প। অনেকে বাড়িতে ফাটলের খবরও জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকেই অনাগত শিশুর জেন্ডার রিভিল পার্টির প্রচলন শুরু। হবু মা-বাবা এ পার্টিতে শিশু জন্মের আগেই রীতিমতো আনন্দ-আয়োজন করে সন্তানের জেন্ডার প্রকাশ করে আত্মীয়-পরিচিতদের মধ্যে। অনেক সময় মা-বাবাকে চমকে দিয়ে পার্টির আয়োজন করেন স্বজনরাও।

সাধারণত কেক কেটে বা বেলুন ফাটিয়ে নীল বা গোলাপি রঙের কিছু উন্মুক্ত করে জানানো হয় সন্তান মেয়ে নাকি ছেলে হবে। ছেলে হলে নীল রং আর মেয়ে হলে গোলাপি রঙের কিছু উন্মুক্ত করা হয়।

নিউ হ্যাম্পশায়ারের এ ঘটনায় রঙিন চক পাউডার জুড়ে দেয়া হয়েছিল বিস্ফোরকের সঙ্গে।

এ ধরনের পার্টিতে এমন বিপজ্জনক ঘটনা অবশ্য এটাই প্রথম নয়।

গত বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় জেন্ডার রিভিল পার্টিতে আতশবাজি পোড়ানো হয়, যা থেকে সৃষ্ট দাবানলে এক সপ্তাহে বনভূমি ছাড়াও পুড়ে যায় অনেক ঘরবাড়ি; বাস্তুচ্যুত হয় মানুষ।

২০১৯ সালে জেন্ডার রিভিল পার্টির ঘরোয়া আয়োজনে বিস্ফোরণে নিহত হন ৫৬ বছর বয়সী এক নারী।

নিউ হ্যাম্পশায়ারের ঘটনা নিয়ে এখনও চলছে অনুসন্ধান। এ ঘটনায় অনাগত শিশুটি ছেলে বলে আগেই জেনে গেছে গোটা রাজ্য।

এ বিভাগের আরো খবর