যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে ১৮ বছরের কম বয়সীদের জেন্ডার নিশ্চিতকরণ চিকিৎসা ও সার্জারি নিষিদ্ধ করা হয়েছে।
আরকানসাসের গভর্নরের আপত্তি অগ্রাহ্য করে স্থানীয় সময় মঙ্গলবার আইনপ্রণেতারা এ-সংক্রান্ত বিল পাস করেন বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
শিশু বিশেষজ্ঞ, সামাজিক কর্মী, ট্রান্স কিশোরদের অভিভাবকদের অনুরোধের ভিত্তিতে সোমবার আরকানসাসের গভর্নর আসা হাচিংসন বিলটির পক্ষে ভেটো দিয়েছিলেন। তাদের ভাষ্য, বিষণ্নতা ও আত্মহত্যার ঝুঁকিতে থাকা ট্রান্স জনগোষ্ঠীর জন্য এ পদক্ষেপ ক্ষতিকর।
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসসহ বেশ কয়েকটি শিশুকল্যাণ সংগঠন, চিকিৎসাবিষয়ক সংগঠন আরকানসাসের এ বিলের বিপক্ষে অবস্থান নিয়েছে। গভর্নর হাচিংসনের ভেটো আমলে না নিয়ে বিলের পক্ষে ভোট দেয় রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ হাউজ ও সিনেট।
বিলে বলা হয়, চিকিৎসকেরা ১৮ বছরের কম বয়সী ট্রান্স কিশোরদের জেন্ডার নিশ্চিতকরণ হরমোন চিকিৎসা, বয়ঃসন্ধি বন্ধ করার চিকিৎসা বা সার্জারি করা থেকে বিরত থাকবেন।
বিশেষজ্ঞদের ভাষ্য, ট্রান্স কিশোরদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ওই সব চিকিৎসা সহায়ক, এমনকি জীবন রক্ষাকারীও।
চলতি বছরের জুলাইয়ে বিলটি কার্যকর হওয়ার আগেই এটি বন্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে বিলের বিরোধী পক্ষ।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক হলি ডিকসন বলেন, ‘আরকানসাসের জন্য আজকের দিনটি দুঃখজনক। তবে লড়াই শেষ হয়ে যায়নি।’
শিকাগোর লুরি চিলড্রেনস হাসপাতালের চিকিৎসক ডা. রবার্ট গারোফ্যালো বলেন, ‘ট্রান্স কিশোরদের জন্য ক্ষতিকর বিষয়গুলো এ আইনের মাধ্যমে জারি থাকবে। এটি কেবল ট্রান্সবিরোধীই নয়। এটি বিজ্ঞান ও জনস্বাস্থ্যবিরোধী।’
অন্যদিকে বিলের পক্ষে রিপাবলিকান পার্টির নেতা রবিন লুন্ডস্ট্রাম বলেন, ‘শারীরিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ট্রান্স কিশোরদের ১৮ বছর হওয়াটা জরুরি।’