কানাডায় ছেলে সন্তানের জেন্ডার পরিবর্তন নিয়ে প্রকাশ্যে কথা বলায় গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি।
দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার আদালত ছেলেটির বাবাকে জেন্ডার নিয়ে জনসমক্ষে কথা না বলার নির্দেশ দিয়েছিল। তবে তিনি তা আমান্য করায় গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত।
দ্য পোস্ট মিলেনিয়ালের খবরে বলা হয়, ওই ব্যক্তির সন্তানটি মেয়ে হয়ে জন্ম নেয়। সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারে সে ট্রান্সজেন্ডার। এক পর্যায়ে নিজেকে ছেলে হিসেবে বিবেচনা শুরু করে কিশোরটি। পরে মায়ের সহায়তায় জেন্ডার পরিবর্তন করে সে।
এ ঘটনায় কিশোরের বাবা তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করলে বিষয়টি আদালতে গড়ায়। এ ঘটনায় ওই দম্পতির বিচ্ছেদ হয়ে গেলেও আদালত বাবাকে সাফ জানিয়ে দেয়, ছেলের জেন্ডার পরিবর্তন নিয়ে প্রকাশ্যে কথা বলা যাবে না।
নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, ১১ বছর পর্যন্ত শিশুটি মেয়ে হিসেবে পরিচিত ছিল। ১২ বছরে তার হরমোন পরিবর্তন হওয়া শুরু করলে তার মায়ের সাহায্যে চিকিৎসা শুরু করে।
এই বিষয়টি ভালোভাবে নিতে পারেননি কিশোরের বাবা। এমন বাস্তবতায় আদালত জানায়, জেন্ডার পরিবর্তন সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া। এ বিষয়ে বাধা দেয়া কোনোভাবেই মেনে নেয়া যাবে না।