বাজেট সামনে রেখে অর্থনীতি পুনরুদ্ধারে ১৮ জন নারী নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আন্তর্জাতিক নারী দিবসে তিনি এ ঘোষণা দেন।
এ বিষয়ে অর্থমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড ও মধ্যবিত্ত শ্রেণি উন্নয়নবিষয়ক মন্ত্রী মোনা ফোর্টিয়ার জানান, এই টাস্কফোর্স সদস্যরা দেশজুড়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় কাজ করবে। তারা সরকারকে একটি টেকসই বাজেট তৈরিতে সাহায্য করবে।
টাস্কফোর্স সদস্যদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ ফ্রান্সেস ডনাল্ড, হাইড্রো কুইবেকের প্রধান নির্বাহী সোফি ব্রোচু, ব্রিটিশ কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী ক্যারল জেমস ও দাতব্য সংস্থা অ্যাটকিনসন ফাউন্ডেশনের সদস্য আর্মাইন ইয়ালনিজনায়রে। তারা চলতি মাসেই বৈঠকে বসবেন বলে কানাডা সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘২০২১ সালের বাজেটকে সমৃদ্ধ করতে কাজ করবে এই টাস্কফোর্স। সেই সঙ্গে জেন্ডার সমতা, নারীদের নানা প্রতিবন্ধকতা, বৈষম্য নিয়ে কাজ করবে দলটি। এতে কানাডার অর্থনীতিতে সবাই সমান অবদান থাকবে বলে মনে করছে সরকার।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের কারণে বিশ্বের বাকি দেশগুলোর মতো কানাডার শ্রমবাজার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নারীদের। করোনায় সেবামূলক কাজ বন্ধ থাকায় তাদের অনেকেই বেকার হয়ে পড়েছেন। এ ছাড়া মায়েরা সবচেয়ে কঠিন সময় পার করছেন।
এতে আরও বলা হয়, স্কুল ও ডে-কেয়ার বন্ধ থাকায় সন্তানের দেখভালের জন্য চাকরি ছেড়ে দিয়েছেন অনেক নারী। গত ১২ মাসে ৮০ হাজার নারী চাকরি ছেড়েছেন। সেখানে পুরুষের চাকরি ছাড়ার সংখ্যা ২৫ হাজার।