দীর্ঘদিনের লবিং ও মামলা-মোকদ্দমার পর যুক্তরাষ্ট্রের নন-বাইনারি ও ইন্টারসেক্স লোকজন হয়তো তাদের সঠিক পরিচয়পত্র পেতে যাচ্ছেন।
মানবাধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) তথ্য অনুযায়ী, পাসপোর্ট, সামাজিক নিরাপত্তা কার্ডসহ কেন্দ্রীয় সব নথিতে ‘এক্স’ জেন্ডার মার্কার যুক্ত করতে নির্বাহী আদেশের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে এলজিবিটিকিউ সম্প্রদায়ের পক্ষের লোকজনের।
সোমবার ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, এ-সংক্রান্ত নীতি কখন, কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ।
তবে হোয়াইট হাউজের মুখপাত্র ম্যাট হিল বলেন, নির্বাচনি প্রচারের সময় নন-বাইনারি কার্ড ইস্যু করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন।
জেন্ডার, রাজনীতি ও নীতিবিষয়ক প্রতিবেদন করা দ্য নাইনটিন্থকে এক বিবৃতিতে হিল বলেন, ‘ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি আমেরিকানদের শনাক্তকরণ নথি হালনাগাদ করতে অঙ্গরাজ্য ও কেন্দ্রের উদ্যোগ জোরদার করার বিষয়ে বাইডেন অঙ্গীকারবদ্ধ রয়েছেন। এসব নথিতে তাদের জেন্ডার পরিচয় সঠিকভাবে উল্লেখ থাকবে।
‘শনাক্তকরণ নথিতে পরিচয় যথাযথভাবে উল্লেখ না থাকায় বিশেষ করে ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি ব্যক্তিরা প্রায়ই হয়রানির শিকার হন। বিভিন্ন ধরনের সেবা পেতেও তাদের সমস্যা হয়।’
এসিএলইউর ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট আরলি ক্রিস্টিয়ানের চাওয়া, প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের কাজ শুরুর ১০০ দিনের মধ্যে তার প্রশাসন যেন কেন্দ্রীয় সব নথিতে ‘এক্স’ জেন্ডার মার্কার ইস্যু করেন।
পরিসংখ্যানে বলা হয়, হাজার হাজার ট্রান্সজেন্ডার মানুষের কাছে সঠিক পরিচয়পত্র নেই।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর ট্রান্সজেন্ডার ইক্যুয়ালিটির জরিপে দেখা যায়, নাম ও জেন্ডার সঠিকভাবে উল্লেখ রয়েছে এমন পরিচয়পত্র নেই ৪৬ শতাংশ ট্রান্সজেন্ডারের।