ড্রাইভার কর্তৃক হয়রানির অভিযোগ ওঠায় স্কুলভ্যানের সামনের সিটে ছাত্রী ও নারীদের বসা বন্ধ করেছে পাকিস্তানের একটি প্রদেশ।
দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানসেহরা জেলা পুলিশ এ নির্দেশনা দেয় বলে শুক্রবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিভাবকেরা অভিযোগ করেছেন, গাড়িতে বিশেষ করে স্কুলভ্যানের সামনের সিটে ছাত্রীরা বসলে চালকরা তাদের হয়রানি করে।
গাড়ির জানালা অস্বচ্ছ থাকায় অভিভাবকেরা সন্তানদের নিয়ে উদ্বিগ্ন বলেও জানায় পুলিশ।
স্কুলভ্যানের সামনের সিটের অংশ পুরো গাড়ি থেকে একেবারে আলাদা।
মানসেহরা জেলা পুলিশ জানায়, অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুলভ্যানসহ অন্য গাড়ির সামনের সিটে ছাত্রীদের বসা বন্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে চালকের জরিমানা হবে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেয়া হতে পারে।
এ বিষয়ে মানসেহরার পুলিশ সুপার (ট্রান্সপোর্ট) জামিল আখতারের মন্তব্য পাওয়া যায়নি।