জেন্ডার সমতায় উন্নতির লক্ষ্যে কৃষ্ণাঙ্গ নারী ও কিশোরীদের জন্য ২৫ লাখ ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে কানাডা।
দেশটির নারী ও জেন্ডার সমতা এবং পল্লি অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী মারিয়াম মনসেফ স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কানাডায় কৃষ্ণাঙ্গ নারী-কিশোরীরা জেন্ডারভিত্তিক সহিংসতার মুখে। এই পরিস্থিতি তুলে ধরতে অংশীদার সংগঠন, বিশেষজ্ঞসহ ভুক্তভোগীদের সঙ্গে একযোগে কাজ করছে কানাডা সরকার।
২৫ লাখ ডলারের এই প্রকল্প জেন্ডার সমতা এগিয়ে নেয়ার পাশাপাশি করোনাভাইরাস মহামারির সময় ও এর পরবর্তী সময়ে কৃষ্ণাঙ্গ নারী ও কিশোরীদের ওপর জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
‘অ্যাডভান্সিং জেন্ডার ইক্যু্ইটি ফর ব্ল্যাক উইমেন অ্যান্ড গার্লস ইন কানাডা টু রেসপন্ড টু কোভিড-১৯’ শিরোনামের এই প্রকল্পের অংশ হিসেবে কমিউনিটিভিত্তিক গবেষণা করা হবে। এর লক্ষ্য কৃষ্ণাঙ্গ নারী ও কিশোরীদের জীবনে জেন্ডারভিত্তিক সহিংসতার ফারাক তুলে ধরা।
কানাডিয়ান উইমেন্স ফাউন্ডেশন অ্যান্ড ব্যাটার্ড উইমেন্স সাপোর্ট সার্ভিসেসের অংশীদারত্বে প্রকল্পটি বাস্তবায়ন করবে উইমেন্স সেন্টার ফর সোশ্যাল জাস্টিস।
এ বিষয়ে মনসেফ বলেন, ‘কানাডায় জেন্ডারভিত্তিক সহিংসতা এখনো আছে। তবে এর প্রভাব সমানভাবে অনুভূত হয় না। কৃষ্ণাঙ্গ নারী, কিশোরী ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্যরা বিশেষ করে এই সহিংসতার শিকার।
‘২৫ লাখ ডলারের বিনিয়োগ এ-সংক্রান্ত ডাটা সংগ্রহ ও বোঝাপড়া বিনিময়ের পাশাপাশি কৃষ্ণাঙ্গ নারীদের নিয়ে কাজ করা আমাদের অংশীদার সংগঠনগুলোর দক্ষতা বাড়াবে।’