বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে বাজেট: নারীদের জন্য প্রকল্পে বরাদ্দ কমেছে

  •    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৮

বাজেটে নারীদের জন্য বিশেষ প্রকল্পগুলোতে বরাদ্দ কমেছে ১৩ শতাংশ। গত অর্থবছরে এসব প্রকল্পে বরাদ্দ ছিল ২৮ হাজার ৫৬৮.৩২ কোটি রুপি। এবার বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ হাজার ২৬০.৯৫ কোটি রুপি। 

ভারতে ২০২১ সালের কেন্দ্রীয় বাজেটে জেন্ডার খাতের জন্য বরাদ্দ বেড়েছে মাত্র ৬.৮ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ১ লাখ ৪৩ হাজার ৪৬১.৭২ কোটি রুপি। এবারের বরাদ্দ ১ লাখ ৫৩ হাজার ৩২৬ কোটি রুপি।

তবে বাজেটে শুধু নারীদের জন্য বিশেষ প্রকল্পগুলোতে বরাদ্দ কমেছে ১৩ শতাংশ। গত অর্থবছরে এসব প্রকল্পে বরাদ্দ ছিল ২৮ হাজার ৫৬৮.৩২ কোটি রুপি। এবার বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ হাজার ২৬০.৯৫ কোটি রুপি।

যেসব প্রকল্প নারীদের জন্য ৩০ শতাংশ বরাদ্দ দেয় সেসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১ লাখ ১৪ হাজার ৮৯৩ কোটি রুপি থেকে বেড়ে ১ লাখ ২৮ হাজার ৬৫ কোটি রুপি হয়েছে। এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি এই বাজেট পেশ করেন।

ভারতে জেন্ডার বাজেট দুটি ভাগে বিভক্ত। একটি ভাগ দেওয়া হয় শতভাগ নারীদের জন্য কাজ করা প্রকল্পগুলোতে। আরেকটি ভাগ যায় এমন প্রকল্পগুলোতে যারা বরাদ্দের ৩০ শতাংশ ব্যয় করে নারীদের উন্নয়নে।

নির্ভয়া ফান্ডে বরাদ্দ গত অর্থবছরের ৫৮৮ কোটি থেকে নেমে ১০ কোটিতে দাঁড়িয়েছে।

নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের আওতাধীন উদ্যোগগুলোতেও গত অর্থবছরের তুলনায় কম বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরে এই উদ্যোগুলোতে বরাদ্দ ছিল ৩ হাজার ৯১৯ কোটি রুপি। এই অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ হাজার ৩১০ কোটি রুপি। অর্থাৎ বরাদ্দ কমেছে প্রায় ১৫ শতাংশ।

তবে প্রধানমন্ত্রী আবাস যোজনা (পল্লি আবাসন) এবং ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেটের অধীনে জেন্ডার বাজেট করা হয়। এটা ছিল সরকারি প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য সংশোধন করার একটি উদ্যোগ। ২০০৪ সালে জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে নির্মলা সীতারামন জেন্ডার বাজেট চালু করার কথা বলেছিলেন। তার ২০১৮ সালের বাজেটের ভাষণে তিনি জেন্ডার বাজেট মূল্যায়ন করার জন্য একটি কমিটি ঘোষণা করেছিলেন।

এ বিভাগের আরো খবর