নিজেদের সুবিধা-অসুবিধার কথা সরকারের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষরা।
রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় ‘দিনের আলো হিজড়া সংঘ’ আয়োজিত এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার সকালে তারা এ আহ্বান জানান।
সভায় সংঘের সভাপতি মোহনা বলেন, ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে বারবার সমাজে অবহেলিত হতে হয়। একমাত্র কর্মসংস্থানের সুযোগ নেই বলেই আমাদের চাঁদাবাজি কিংবা বিভিন্ন জায়গা থেকে টাকা নিতে হয়। কিন্তু আমরা এটা চাই না; বরং শিক্ষা নিয়ে কর্মসংস্থান চাই।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময় আমাদের প্রশিক্ষণ দেয়া হয়। কিন্তু বেশিরভাগ সময়ই সেগুলো কাজে লাগে না। তাই এমন প্রশিক্ষণের যেন ব্যবস্থা করা হয়, যা আমাদের কাজে লাগবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী শাহীন আক্তার রেনী।
তিনি বলেন, ‘রাজশাহীতে প্রতিনিয়ত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অনেক অসুবিধার কথা শুনতে পাই। তাদের আবাসনের জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে।
‘তবে তাদের সমস্যার কথা তুলে ধরার উপযুক্ত জায়গা হচ্ছে জাতীয় সংসদ। তাই যদি সংসদ সদস্যরা বারবার তাদের কথা তুলে ধরেন তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হবে।’
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভা হয়। লিডারশিপ অ্যান্ড এমপাওয়ারমেন্ট অফ ট্রান্সজেন্ডার প্রকল্পের কো-অর্ডিনেটর আফসানা তানজুম ইরানি অনুষ্ঠান পরিচালনা করেন।