বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সম্মাননা পেল খুলনার শ্রেষ্ঠ ‘জয়িতা’রা

  •    
  • ১৯ জানুয়ারি, ২০২১ ২০:৩৯

খুলনা বিভাগের ১০ জেলা হতে নির্বাচিত ৫০ জন নারীর মধ্যে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে এ সম্মাননা দেয়া হয়।

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় খুলনা বিভাগীয় পর্যায়ে ২০১৯-২০২০ অর্থবছরের শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন বিভাগের পাঁচ নারী।

মঙ্গলবার দুপুরে খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা ঢাকার শিশু একাডেমি থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

খুলনা বিভাগের ১০ জেলা হতে নির্বাচিত ৫০ জন নারীর মধ্যে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন ঝিনাইদহের লাভলী ইয়াসমিন, নড়াইলের শেখ মুসলিমা মুন ও সানজিদা রহমান আদরী, খুলনার রাবেয়া বেগম ও অঞ্জনা বালা বিশ্বাস।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে লাভলী ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে শেখ মুসলিমা মুন, সফল জননী ক্যাটাগরিতে রাবেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরিতে সানজিদা রহমান আদরী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরিতে অঞ্জনা বালা বিশ্বাসকে সম্মাননা দেয়া হয়।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে জয়িতা সম্মাননা চালু করেন। নারী-পুরুষ সমতাভিত্তিক সমাজ নিশ্চিত করতে ও বিশেষ ক্ষেত্রে নারীদের সম্মান জানানোর জন্যই এ উদ্যোগ নেয়া।’

প্রতিমন্ত্রী খুলনা বিভাগে বিজয়ী জয়িতাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘জয়িতারা জীবনের সবখানে বিজয়ী হবেন।’

অনুষ্ঠনে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। তিনি শ্রেষ্ঠ জয়িতাদের হাতে প্রধান অতিথির পক্ষে পুরস্কারের চেক, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন।

নির্বাচিত পাঁচ জন রানার-আপ জয়িতা ও খুলনা বিভাগের জেলা পর্যায়ে নির্বাচিত সকল জয়িতাকেও সম্মাননা স্মারক, পুরস্কারের চেক ও সনদপত্র দেয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল আবদুল মোক্তাদের, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক নার্গিস ফাতেমাসহ আরও অনেকে।

এ বিভাগের আরো খবর