সদ্য প্রয়াত বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি আয়শা খানমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাত দিনের শোক ঘোষণা করেছে সংস্থাটি।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার সাধারণ সম্পাদক মালেকা বানু।
এতে বলা হয়েছে, মহিলা পরিষদের কেন্দ্র ও সকল জেলা শাখা কার্যালয়ে আগামি ৩ থেকে ৯ জানুয়ারি সাতদিনের শোক পালন হবে।
এ সাত দিন সংগঠনের পতাকা অর্ধনমিত থাকবে। উত্তোলন হবে কালো পতাকা।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান আয়শা খানম। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন ৭৩ বছরের আয়শা।
১৯৪৭ সালে নেত্রকোনার গাবড়াগাতিতে জন্ম আয়শা খানমের। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তানে হামুদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে যুক্ত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকা অবস্থায় ছিলেন রোকেয়া হল ছাত্র সংসদের সহসভাপতি ও সাধারণ সম্পাদক।
একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে তৎকালীন ছাত্র ইউনিয়নের সহসভাপতি হিসেবে শিক্ষার্থীদের সংগঠিত করতে নামেন আয়শা। নেতৃত্ব দেন নারী শিক্ষার্থীদের নিয়ে ডামি রাইফেল হাতে মিছিলের।
স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনা ও রাজাকারদের নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসনে কাজ করেন আয়শা।