নিজ প্রশাসনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্যাথলিন হিকসকে বাছাই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন।
তিনি স্থানীয় সময় বুধবার হিকসকে মনোনয়ন দেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
সিনেট অনুমোদন দিলে পেন্টাগনের দ্বিতীয় পদে প্রথম নারী হিসেবে নিয়োগ পাবেন হিকস।
পেন্টাগনে বাইডেনের অন্তর্বর্তী দলের প্রধান হিকস যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে কাজ করছেন।
তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় প্রতিরক্ষা দপ্তরে কাজ করেছেন।
আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজের দায়িত্ব নিতে যাচ্ছেন বাইডেন। বুধবার পেন্টাগনের জ্যেষ্ঠ এক পদে ওবামা প্রশাসনের কর্মকর্তা কলিন কাহলকেও মনোনয়ন দেন তিনি।
বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘পেন্টাগনের বিষয়ে ভালো ধারণা আছে মনোনীত ব্যক্তিদের। আমাদের সশস্ত্র বাহিনী যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, সেসব মোকাবিলায় তারা দক্ষ।’
এর আগে যুক্তরাষ্ট্রের আরেক নারী ক্রিস্টিন ফক্স ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ওবামা প্রশাসনে নিযুক্ত ছিলেন। তবে সে সময় তার নিয়োগের বিষয়টি অনুমোদনের জন্য পাঠানো হয়নি সিনেটে।