গর্ভপাতের বৈধতা সংক্রান্ত একটি বিলের ওপর আলোচনা করছেন আর্জেন্টিনার আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সদস্যরা।
বিলটি পাস হলে গর্ভধারণের ১৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের আইনি অধিকার পাবেন দেশটির নারীরা।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বিলটি এরই মধ্যে আর্জেন্টিনার কংগ্রেসের নিম্নকক্ষে অনুমোদন পেয়েছে। সিনেটে পাস হলে এটি আইনে পরিণত হবে।
এখন পর্যন্ত সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা গর্ভপাত বৈধ করার পক্ষে রয়েছেন।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে নরমা ডুরাঙ্গো নামের এক সিনেটর বলেন, ‘আজ একটি আশার দিন। আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা অনেক অপ্রত্যাশিত মৃত্যু রোধ করবে।’
২০১৮ সালে গর্ভপাতকে বৈধ করার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন সিনেটররা। তবে এ বছর একে বৈধ করার পক্ষে রয়েছে সরকার।
দক্ষিণ আমেরিকার প্রভাবশালী ক্যাথলিক খ্রিষ্টানদের সংগঠনগুলো গর্ভপাত বৈধ করার বিলের বিরোধিতা করছে। বিলটি প্রত্যাখ্যান করতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
বর্তমানে আর্জেন্টিনায় ধর্ষণের কারণে কেউ গর্ভধারণ করলে এবং মায়ের স্বাস্থ্য ঝুঁকিতে থাকলে গর্ভপাতের বিধান রয়েছে।
এদিকে গর্ভপাতের পক্ষে-বিপক্ষে আর্জেন্টিনার কংগ্রেসের সামনে মিছিল হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশগুলোতে কঠোর গর্ভপাতবিরোধী আইন রয়েছে। এল সালভাদর, নিকারাগুয়া ও ডোমিনিকান রিপাবলিকে গর্ভপাত পুরোপুরি নিষিদ্ধ।
উরুগুয়ে, কিউবা, গায়ানা এবং মেক্সিকোর কিছু অঞ্চলে নারীরা শর্তসাপেক্ষে গর্ভপাতের জন্য আবেদন করতে পারেন।