যুক্তরাজ্যের সাউথ অক্সফোর্ডশায়ার ডিস্ট্রিক্ট কাউন্সিল (এসওডিসি) সম্প্রতি একটি নতুন প্রস্তাবে ভোট দিয়েছে যা ওই এলাকার সব ভবনে জেন্ডার নিরপেক্ষ শৌচাগার থাকার বিষয়টি নিশ্চিত করবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গের মানুষদের সহায়তা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নেবে।
শুধু তা-ই নয়, স্থানীয় কর্তৃপক্ষ সমস্ত পরিষেবা, যোগাযোগ এবং নীতিসমূহ জেন্ডার নিরপেক্ষ করবে।
এসওডিসির আওতাধীন এলাকা হচ্ছে হেনলি, ডিডকট, ওয়ালিংফোর্ড ও টেমস।
লিবারেল ডেমোক্র্যাট কাউন্সিলর আলেকজান্দ্রিন ক্যান্টর এই প্রস্তাবটি ডিস্ট্রিক্ট কাউন্সিলে উত্থাপন করেছেন।
প্রস্তাব নিয়ে আলোচনার সময় ক্যান্টর এ সংক্রান্ত কয়েকটি পরিসংখ্যানের তথ্য উল্লেখ করে বলেন, গণ শৌচাগার যাতে ব্যবহার করতে না হয় সে জন্য তৃতীয় লিঙ্গের মানুষেরা খাওয়া-দাওয়া ও পানি পান করা এড়িয়ে চলে। এর ফলে তাদের অনেকেই কিডনি এবং মূত্রনালীর সমস্যায় ভুগছেন।
ক্যান্টর বলেন, ‘কমিউনিটি নেতা হিসেবে আমাদের দায়িত্ব একটি মুক্ত ও অনুকূল সমাজ গঠনের চেষ্টা করা যেখানে তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যাপারে কোনো ধরনের অনমনীয় মনোভাব সহ্য করা হবে না।’
ডেভিড রুয়েইন নামে আরেক লিবারেল ডেমোক্র্যাট কাউন্সিলর বলেন, তৃতীয় লিঙ্গের মানুষরা আমাকে বলেছেন যে তারা আমাদের এই সমাজের অংশ, তা তারা অনুভব করেন না।’
যুক্তরাজ্যের সরকার জেন্ডার নিরপেক্ষ শৌচাগার নিয়ে পর্যালোচনা শুরু করার কয়েক সপ্তাহ পরে সাউথ অক্সফোর্ডশায়ার ডিস্ট্রিক্ট কাউন্সিল এই প্রস্তাব পাস করল। প্রস্তাবের পক্ষে ২২টি ভোট পড়েছে। ছয়জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন এবং চার জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন।