বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেরালা জেন্ডার পার্কে যুক্ত হলো জাতিসংঘ

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২০ ১০:২২

জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএন উইমেন বলছে, লিঙ্গ বৈষম্য দূরীকরণে এই জেন্ডার পার্ক বিশ্বে অনুকরণীয় হতে পারে।

লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারীর ক্ষমতায়নে ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই নজর কেড়েছে ভারতের কেরালা রাজ্যের কেরালা জেন্ডার পার্ক। প্রতিষ্ঠানটির কার্যক্রমের আওতা বাড়াতে এবার তাতে যুক্ত হলো জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউএন উইমেন।

এ বিষয়ে জেন্ডার পার্ক ও ইউএন উইমেনের সঙ্গে সোমবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে লিঙ্গ বৈষম্য দূরীকরণে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে স্বীকৃতি পেল।

জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠানটি বলছে, লিঙ্গ বৈষম্য দূরীকরণে এই জেন্ডার পার্ক বিশ্বে অনুকরণীয় হতে পারে।

এই অংশীদারিত্ব সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

চুক্তির আওতায় জেন্ডার পার্কের সঙ্গে মিলে দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়নে উচ্চাকাঙ্ক্ষী কিছু প্রকল্প নেবে ইউএন উইমেন। সেই সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও বাড়িয়ে তোলা হবে।

জেন্ডার পার্কের সাফল্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ভারতের সবচেয়ে শিক্ষিতদের তালিকায় কেরালার নারীরাও রয়েছেন।

সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০১৮-১৯ সালে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে ২০.৪ চার শতাংশ। ২০১৭-১৮ সালে তা ছিল ১৬.৪ শতাংশ।

কেরালার জেন্ডার পার্ক থেকে প্রশিক্ষণ নেয়া ‘শি ট্যাক্সির’ চালকেরা

পিনারাই বিজয়ন জানান, ২০৩০ সালের মধ্যে ভারতের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নারীর ক্ষমতায়ন খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে।

জেন্ডার পার্কের অধীনে কেরালায় নারীর ক্ষমতায়নে নানা ধরনের কার্যক্রম চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম নারীদের মাধ্যমে ২৪ ঘণ্টার ‘শি ট্যাক্সি’ সার্ভিস।

এ ছাড়া নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং ট্রান্সজেন্ডারদের চাকরির সুযোগ সৃষ্টি করতে তিন স্তরের কমিউনিটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। নারীদের চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে গোলাপী রঙয়ের গাড়ির টহল। ব্যবস্থা করা হয়েছে নারী পুলিশদের ট্রেনিংয়ের।

এ বিভাগের আরো খবর