বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাবায় বিপুল নারী কর্মী নিয়োগ

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২০ ১০:৪২

সৌদি আরবের পবিত্র দুই মসজিদ ব্যবস্থাপনায় ২০২৪ সালের মধ্যে পরিবর্তন আনা হবে। এর অংশ হিসেবেই কাবার মসজিদ আল-হারামে ১ হাজার ৫০০ নারী কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

মক্কার কাবায় গ্র্যান্ড মসজিদে নারী দর্শনার্থীদের সহযোগিতা করতে প্রায় দেড় হাজার নারী কর্মী নিয়োগ দিয়েছে সৌদি আরবের পবিত্র দুই মসজিদ ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ।

আরব নিউজের খবরে বলা হয়েছে, নিয়োগ পাওয়াদের মধ্যে ৬০০ জনকে মোতায়েন করা হয়েছে কারিগরি ও পরিষেবা বিষয়ক দপ্তরে।

বাকিদের নিয়োগ দেয়া হয়েছে ইলেকট্রিক যান, জমজম পানি ইউনিট, দিক নির্দেশনা বিষয়ক দপ্তর, জনসংযোগ মিডিয়া ও কমিউনিকেশন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে।

সৌদি আরবের নারী উন্নয়ন বিষয়ক উপ প্রধান ড. আল-আনুদ বিনতে খালেদ আল-আবুদ জানান, পবিত্র দুই মসজিদ ব্যবস্থাপনায় ২০২৪ সালের মধ্যে পরিবর্তন আনা হবে। এর অংশ হিসেবেই কাবার মসজিদ আল-হারামে ১ হাজার ৫০০ নারী কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত হওয়ার পর থেকেই দেশটিকে আধুনিকায়ন করতে নানা উদ্যোগ নিয়েছেন।

এসব নিয়ে অনেকের বিরোধ থাকলেও পিছু হটছেন না যুবরাজ সালমান। কট্টরপন্থা থেকে তার দেশকে বের করে আনতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েই চলছেন তিনি।

এর মধ্যে নারীদের ওপর থেকে কঠোর অনেক বিধি-নিষেধ তুলে দেয়া হয়েছে। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগের পাশাপাশি নারীদের গাড়ি চালনোর অনুমতিও দেয়া হয়েছে। এমনকি যেতে পারছে সিনেমা হলেও।

বিদেশ ভ্রমণেও স্বামী বা পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি থাকার বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে। নারীদের বিষয়ে সবচেয়ে বড় যে সিদ্ধান্তটি এসেছে, সেটি হচ্ছে বোরকা পরা এখন আর বাধ্যতামূলক নেই।

সৌদি আরবে এখন হরহামেশা পশ্চিমা ধাঁচে জিন্স ও টপস পরা নারী দেখা যায়। এ নিয়ে যে দেশে খুব একটা হাঙ্গামা হয়েছে, এমনও নয়। এটাই প্রমাণ করে, সৌদি নাগরিকরা তাদের এই পরিবর্তনকে বেশ সাদরে গ্রহণ করেছে।

এ ছাড়া নারীদের কাজের আওতাও বাড়ানো হয়েছে। পুরুষের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীতে নারীদের নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

আল-আবুদ আরও জানান, কাবায় বিপুল সংখ্যক নারী কর্মী নিয়োগ দেয়া তাদের ক্ষমতায়নে সৌদি নেতৃত্বের পরিকল্পনারই অংশ। এর মাধ্যমে হজ করতে আসা নারীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চায় তারা।

এ বিভাগের আরো খবর