বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোমানিয়ায় জেন্ডার অধ্যয়নে বাধা কাটল

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২০ ১৪:০৯

রোমানিয়ার সাবেক প্রধানমন্ত্রী ট্রাইয়ান বাসেস্কুর দল পপুলার মুভমেন্ট পার্টি (পিএমপি) আইনটি উত্থাপন করে। এতে ‘জৈবিক লিঙ্গের চেয়ে জেন্ডার আলাদা একটি ধারণা’—এমন বিষয়ভিত্তিক তত্ত্ব ও মতবাদে নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেন্ডার অধ্যয়নে নিষেধাজ্ঞার বিধান রেখে করা একটি আইন বাতিল করেছে রোমানিয়া।

গত বুধবার দেশটির আদালত আইনটি রদ করে।

রোমানিয়ার সংসদ গত জুনে আইনটি পাস করে। ওই আইনে শিক্ষাব্যবস্থায় জন্মগত লৈঙ্গিক পরিচয়ের বাইরে জেন্ডার নিয়ে আলোচনা নিষিদ্ধ করা হয়েছিল।

বলকানইনসাইটের প্রতিবেদনে বলা হয়, রোমানিয়ার সাবেক প্রধানমন্ত্রী ট্রাইয়ান বাসেস্কুর দল পপুলার মুভমেন্ট পার্টি (পিএমপি) আইনটি উত্থাপন করে। এতে ‘জৈবিক লিঙ্গের চেয়ে জেন্ডার আলাদা একটি ধারণা’—এমন বিষয়ভিত্তিক তত্ত্ব ও মতবাদে নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়সহ দেশটির শিক্ষাব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হয়।

রোমানিয়ার প্রধানমন্ত্রী ক্লাউস জোহানিসের নেয়া এক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আইনটিকে অসাংবিধানিক বলেছে আদালত।

প্রধানমন্ত্রী ক্লাউস আইনটির সমালোচনা করে বলেছিলেন, কিছু তত্ত্ব বা মতামতের ওপর করা গবেষণার গতানুগতিক ফলের ভিত্তিতে আইনটি চাপিয়ে দেয়া হয়েছিল।

জোহানিস আরও বলেন, নিষেধাজ্ঞা সংবলিত আইনটি ‘ব্যক্তিগত বোধের স্বাধীনতা’ এবং ‘চিন্তা ও মতামতের স্বাধীনতা’য় হস্তক্ষেপ করছিল।

দেশটির কয়েকটি নাগরিক সংস্থা ও শিক্ষাবিদরা আইনটির নিন্দা জানিয়েছিলেন। তারা রোমানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করে জানান, এটি সমাজের জন্য পশ্চাৎমুখী একটি পদক্ষেপ ছিল।

রোমানিয়ার প্রধানমন্ত্রী আদালতে তার জমা দেয়া নথিতে বলেন, শিক্ষাব্যবস্থা বিভিন্ন ধারণা, মতামত ও মূল্যবোধের জন্য উম্নুক্ত থাকা উচিত। ব্যক্তিগত বিশ্বাসের ওপর হুমকিস্বরূপ যেকোনো আইনি সমাধান থেকে রাষ্ট্রকে বিরত থাকতে হবে।

সংসদে জেন্ডার স্টাডিজ নিষেধাজ্ঞা আইনের সমর্থনে ছিল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি) ও তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া দল প্রো রোমানিয়া পার্টি। মধ্যপন্থি দল ইউএসআর ও রোমানিয়ার হাঙ্গেরীয়দের জাতিগত দল হাঙ্গেরিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের বেশিরভাগ সদস্য আইনটির বিপক্ষে ভোট দিয়েছিল। ক্ষমতাসীন ন্যাশনাল লিবারেলসের (পিএনএল) সংসদ সদস্যরা ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

এ বিভাগের আরো খবর