বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উচ্চ পদে নারীর আধিক্যে জরিমানা

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১২:৩১

সারা বিশ্বে যখন প্রশাসনিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সংখ্যা বাড়ানোর চেষ্টা হচ্ছিল, সে সময়ে ৬৯ শতাংশ আসনে নারী ও ৩১ শতাংশ আসনে পুরুষদের রাখে প্যারিস। এর মধ্য দিয়ে ফ্রান্স সরকারের জেন্ডার সমতার নিয়ম ভঙ্গ হয়।

বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে পুরুষদের আধিক্যের অভিযোগ পুরনো। কিন্তু ক্ষমতার শীর্ষে নারীদের বেশি থাকার অভিযোগ বিরল। তেমনই একটি ঘটনা ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

সেখানে উচ্চ পদে নারীর অধিক্য থাকায় জরিমানা করা হয়েছে নগর প্রশাসনকে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, বিভিন্ন পদে নারী বেশি রাখায় প্যারিস নগর সরকারকে এক লাখ ১০ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে।

জেন্ডার সমতার নিয়ম ভাঙ্গায় ফ্রান্সের পাবলিক সার্ভিস মন্ত্রণালয় এ জরিমানা করে।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। প্যারিসের মেয়র অ্যান হিলডাগো তার জ্যেষ্ঠদের দলে একই সময়ে ১১ নারী ও পাঁচ পুরুষকে নিয়োগ দেন।

সারা বিশ্বে যখন প্রশাসনিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সংখ্যা বাড়ানোর চেষ্টা হচ্ছিল, সে সময়ে ৬৯ শতাংশ আসনে নারী ও ৩১ শতাংশ আসনে পুরুষদের রাখে প্যারিস। এর মধ্য দিয়ে ফ্রান্স সরকারের জেন্ডার সমতার নিয়ম ভঙ্গ হয়।

দেশটিতে চাকরির ক্ষেত্রে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে নারী ও পুরুষের সংখ্যায় বেশি পার্থক্য থাকবে না এবং যেকোনো নতুন পদে নিয়োগের ক্ষেত্রে ৪০ শতাংশ করে নারী-পুরুষ রাখতে হয়।

গত মঙ্গলবার প্যারিস সিটি কাউন্সিলের এক সভায় মেয়র হিলডাগো জানান, ফ্রান্স সরকারে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে তার দেয়া নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি ফরাসি সরকারের জরিমানার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, জরিমানা দেয়ায় কষ্ট পাওয়ার বদলে আনন্দিত হয়েছেন তিনি।

হিলডাগো বলেন, ‘প্যারিসে জেন্ডার সমতা আনতে আমরা সম্ভাব্য সবকিছু করছি। নারী ও পুরুষ সদস্য নিয়ে গঠিত বড় একটি দলের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত।’

দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্যারিসের মেয়র হিলডাগো নগর সরকারের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ফ্রান্সের পাবলিক সার্ভিস মন্ত্রণালয়ে গিয়ে চেকের মাধ্যমে এ জরিমানা দেয়ার পরিকল্পনা করছেন।

ফ্রান্সের পাবলিক সার্ভিসবিষয়ক মন্ত্রী এক টুইটে এ জরিমানাকে অযৌক্তিক বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি চাই প্যারিস নগর সরকারেরর দেয়া এ জরিমানা পাবলিক সার্ভিসে নারীদের অংশগ্রহণ প্রচারের কাজে ব্যয় করা হোক। আমি মন্ত্রণালয়ে নারীদের আমন্ত্রণ জানাচ্ছি।’

এ বিভাগের আরো খবর