বেসরকারি সংস্থা ইউসেপ বাংলাদেশের ৩২তম বার্ষিক সাধারণ সভা সোমবার অনলাইনে জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২০-২১ মেয়াদের জন্য সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে পারভীন মাহমুদ এফসিএ এবং উজমা চৌধুরী সিপিএ ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
পারভীন মাহমুদ এ নিয়ে দ্বিতীয়বার সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হলেন।
এ ছাড়া অধ্যাপক এম হাফিজুল ইসলাম, লুনা শামসুদ্দোহা, স্থপতি মোবাশ্বের হোসেন, তাহমিনাহ আক্তার ও শিব নারায়ন কৈরী সদস্য নির্বাচিত হন।
সংস্থাটির বর্তমান চেয়ারপারসন পারভীন মাহমুদের সভাপতিত্বে এ সাধারণ সভা হয়।
সভায় ইউসেপ বাংলাদেশের অ্যাসোসিয়েশনের সদস্য, নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ, পরিচালকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।