বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাচের মাধ্যমে লিঙ্গ সহিংসতার প্রতিবাদ তৃতীয়লিঙ্গের শিল্পীদের

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২০ ১৯:৪০

সিক্সটিন ডে'স অফ এক্টিভিজম এর অংশ হিসেবে এ আয়োজনের নাম ছিল ‘রিজয়েস লাইফ’। লিঙ্গ সহিংসতার প্রতিবাদে গত ২৫ নভেম্বর থেকে আন্তর্জাতিকভাবে চলছে নানা আয়োজন। এর অংশ হিসেবে ঢাকার আয়োজন হয় বুধবার।

তৃতীয়লিঙ্গের নৃত্যশিল্পীদের বর্ণাঢ্য পরিবেশনায় মুগ্ধ হলো রাজধানী ঢাকার দর্শকরা। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হয় এ অনুষ্ঠান।

সিক্সটিন ডে'স অফ এক্টিভিজম এর অংশ হিসেবে এ আয়োজনের নাম ছিল ‘রিজয়েস লাইফ’।

লিঙ্গ সহিংসতার প্রতিবাদে গত ২৫ নভেম্বর থেকে আন্তর্জাতিকভাবে চলছে নানা আয়োজন। এর অংশ হিসেবে ঢাকার আয়োজন হয় বুধবার।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ‘বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি’র সাংস্কৃতিক সংগঠন ‘সত্তা’।

‘সত্তা’ দেশের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।

বিষয়ভিত্তিক সাতটি নৃত্য নিয়ে হয় ‘সত্তা’র এ নৃত্যানুষ্ঠান। নৃত্য পরিচলানা করেন কবিরুল ইসলাম রতন।

 

‘বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি’র জনসংযোগ কর্মকর্তা রুহুল রবীন খান নিউজবাংলাকে বলেন, ‘‘সিক্সটিন ডে’স অফ এক্টিভিজম’র কেন্দ্রীয় কাজ হচ্ছে নারী ও কন্যা শিশুর ওপর সহিংসতা বন্ধে নানা কার্যক্রম পরিচালনা করা। পাশাপাশি ট্রান্সউইমেন, হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীকেও এ কার্যক্রমগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে লিঙ্গ সহিংসতার অভিজ্ঞতা এই জনগোষ্ঠীর তুলনামূলক বেশি।’

এ বিভাগের আরো খবর