নড়াইলের লোহাগড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে এ সংবর্ধনা দেয়া হয়।
যে নারীরা জীবন সংগ্রামে সফল হয়েছেন, তাদের লোহাগড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে প্রতিবছর ‘জয়িতা’ নামের এ সম্মাননা দেয়া হয়।
সংবর্ধনা প্রাপ্তরা হলেন সমাজ উন্নয়নে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নীনা ইয়াসমিন, সফল জননী ফরিদা বেগম, শিক্ষা চাকরিতে নুপুর চক্রবর্তী, অর্থনৈতিক সাফল্যে জয়ন্তী মজুমদার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সফল নারী চায়না বেগম।
উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীনের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ আরও অনেকে।
অতিথিরা জয়িতাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।