বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় বেড়েছে বাল্যবিয়ে-গর্ভপাত: স্বাস্থ্যমন্ত্রী

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২০ ২৩:০১

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন ও করোনা মধ্যে দেশে বাল্যবিয়ে ও অনাকাঙ্ক্ষিত গর্ভপাত বেড়েছে, যা কাম্য ছিল না। এ বিষয়ে এখন থেকে সবাইকে সচেতন হতে হবে।’

করোনাকালে লকডাউনের মধ্যে বাল্যদিয়ে ও গর্ভপাত বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার রাজধানীর মিরপুরে ২০০ শয্যার মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতাল এবং পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন ও করোনা মধ্যে দেশে বাল্যবিয়ে ও অনাকাঙ্ক্ষিত গর্ভপাত বেড়েছে, যা কাম্য ছিল না। এ বিষয়ে এখন থেকে সবাইকে সচেতন হতে হবে।’

পরিবার পরিকল্পনা সপ্তাহ প্রসঙ্গে তিনি বলেন, করোনার কারণে এ বছর সীমিত পরিসরে সপ্তাহটি পালন করা হলেও স্বাস্থ্যসেবার ঘাটতি হয়নি। দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছে, চলছে টিকাদান কর্মসূচিও।

করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ বলেন, করোনা নিয়ে জনগণের মধ্যে যে ভয় ছিল, সেটা কমে আসছে। মাস্ক ব্যবহারে আনীহা দেখা দিয়েছে। মাস্কের ব্যবহার বাড়ানোর জন্য ‘নো মাস্ক নো সার্ভিস’ বাস্তাবায়ন করেও সংক্রমণ কমানো যাচ্ছে না।

লকডাউন ও করোনা মধ্যে দেশে বাল্যবিয়ে ও অনাকাঙ্ক্ষিত গর্ভপাত বাড়ার তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

ভ্যাকসিন না আসার পর্যন্ত মাস্ক সামাজিক ভ্যাকসিন হিসেবে কাজ করবে জানিয়ে সবাইকে এর ব্যবহার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দ্রুত সময়ে ভ্যাকসিন পেতে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে। জানুয়ারিতে দেশে আসছে তিন কোটি করোনা ভ্যাকসিন।

মহামারিতেও অর্থনীতি এগিয়ে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় ইউরোপ-আমেরিকার অর্থনীতিতে ধস নামলেও বাংলাদেশের অবস্থা সেই তুলনায় অনেক ভালো।

দেশের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিক-নির্দেশনা আর চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে ভাস্কর্য ইস্যুতেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। কাশ্মীর ও বেলুচিস্তানের উদাহরণ টেনে তিনি বলেন, 'বহু বছর সংগ্রাম করেও স্বাধীনতা অর্জন করতে পারেনি তারা। বঙ্গবন্ধুর ত্যাগের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুর সম্মানে তাই ভাস্কর্য নির্মাণে কোনো বাধা না দেয়ার আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য দেশের মাটিতে হবেই।'

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহারা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন সংসদ সদস্য আসলামুল হক, স্বাস্থ্য ও শিক্ষা সচিব মোহাম্মদ আলী নূর, স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

৬৪ জেলায় ৬০টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ৪ হাজার ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবাকেন্দ্রের উদ্যোগে একযোগে পালিত হচ্ছে এবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ- ২০২০।

এ বিভাগের আরো খবর