করোনাভাইরাস মহামারির কারণে লিঙ্গভিত্তিক সহিংসতা ও মানব পাচারের ঝুঁকি বেড়েছে। এ জন্য এই দুটি ক্ষেত্রে এখন আগের চেয়ে বেশি পদক্ষেপ নেওয়া দরকার।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতর ইউএনওডিসি’র নির্বাহী পরিচালক ঘাদা ওয়ালি সোমবার এক ভারচুয়াল বৈঠকে এ কথা বলেছেন।
ইউএন নিউজের খবরে বলা হয়, ঘাদা ওয়ালি বলেছেন, করোনা মহামারির এই সময়ে ঘরবন্দী থাকায় নারী ও মেয়েদের ওপর আরও বেশি সহিংসতা ও নির্যাতনের সুযোগ তৈরি হয়েছে এবং তাদের পাচার হওয়া ঝুঁকি আরও বেড়েছে। এ জন্য নারীর সুরক্ষায় যে বৈশ্বিক অঙ্গীকার আছে তা জোরদার করতে হবে।
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি বিশ্বের প্রতিটি স্থানে কোভিড- ১৯ নারী ও মেয়েদের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে। পাশাপাশি ফৌজদারি অপরাধের বিচারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং সহিংসতার শিকার নারী ও মেয়েদের প্রতি সহায়তাকে হ্রাস করছে।’
ইউএনওডিসির তথ্য অনুযায়ী, করোনা মহামারির আগে থেকেই নারী ও মেয়েরা নানা ধরনের অপরাধের শিকার হয়ে চলেছে। বেশির ভাগ নারী তাদের ঘনিষ্ট সঙ্গী বা পরিবারের অন্য সদস্যদের হাতে খুন হয়েছেন। যত মানুষ পাচারের শিকার হয়েছে তার ৬০ শতাংশের বেশি হচ্ছে নারী ও মেয়ে।