যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের আগে নতুন প্রশাসনের ছক কষায় ব্যস্ত সময় পার করছেন জো বাইডেন। অর্থমন্ত্রী হিসেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান ইয়েলেন জেনেটের নাম ঘোষণা করেছেন তিনি।
সোমবার ইয়েলেনের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের আইন সভার উচ্চকক্ষ সিনেটে এই প্রস্তাব অনুমোদিত হলে জেনেট হবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী।
এ ছাড়া অর্থনীতি বিষয়ক কয়েকটি শীর্ষ পদে নারীদের বেছে নিয়েছে বাইডেন শিবির। ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ এর জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় বংশোদ্ভুত নিরা টেন্ডনকে। সিনেটে অনুমোদন পেলে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী প্রধান পাবে এই দফতর।
বাইডেন আগেই জানিয়েছেন, বৈচিত্র্যপূর্ণ একটি প্রশাসন গড়তে চান তিনি। এর জন্য এখন পর্যন্ত যাদের নাম প্রকাশ করা হয়েছে তাতে নারীর আধিপত্যই বেশি।
রোববার হোয়াইট হাউজের প্রেস উইংয়ের সিনিয়র সদস্যদের নাম ঘোষণা করেন বাইডেন, যাদের সবাই নারী।
ক্ষমতা গ্রহণে প্রস্তুতিতে থাকা বাইডেনের দলের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থনীতি বিষয়ক শীর্ষ পদগুলোতে যারা থাকবেন, তাদের ভূমিকা বর্তমান অবস্থা থেকে যুক্তরাষ্ট্রকে আরও উপরে তুলে ধরায় কাজে দেবে। দেশকে আরও ভালো অবস্থায় ফিরিয়ে নিতে সহায়ক হবে।
অর্থমন্ত্রী হিসেবে ইয়েলেনের নাম সংবাদমাধ্যমগুলোতে ঘুরেফিরেই আসছিল। ৭৪ বছর বয়সী এই নারী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষতার সাথে। এর আগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়ে শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার ভূমিকায়ও ছিলেন তিনি।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং পরবর্তী মন্দা কাটিয়ে ওঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী ইয়েলেনের।