বর্ণ ও জেন্ডার সমতা নিশ্চিতে ১০০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আর্থিক সেবাদানকারী বহুজাতিক প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্য বিলোপের দাবিতে নানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করা কোম্পানিগুলোর একটি হিসেবে তারা এ সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার বিনিয়োগের ওই ঘোষণা দেয়া সংস্থাটি জানায়, তারা কর্মীদের পারিশ্রমিকের ক্ষেত্রে শত ভাগ সমতা নিশ্চিত করতে কাজ করবে। পাশাপাশি কৃষ্ণাঙ্গ, লাতিন ও নারীদের নিয়োগের পাশাপাশি তাদের ধরে রাখার উদ্যোগ নেবে।
প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সাল নাগাদ সংখ্যালঘু ও বিভিন্ন ধর্ম-বর্ণের সরবরাহকারীদের ওপর ব্যয় দ্বিগুণ করার কথা বলেছে আমেরিকান এক্সপ্রেস। এ সময়ে তারা অলাভজনক সংস্থাগুলোতেও অনুদান দেবে।
চলতি বছরের ২৫ মে মিনেপলিস পুলিশের হাতে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়। এর পরিপ্রেক্ষিতে বর্ণ সমতা প্রতিষ্ঠায় কোটি কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছিল দেশটির কিছু কোম্পানি।
বর্ণ ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় আগ্রহ দেখানো অপর কোম্পানিগুলোর মধ্যে ছিল হোম ডিপো ইনকরপোরেশন, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি) ও কোকা-কোলা।
সম্প্রতি এ খাতে আগামী পাঁচ বছরে তিন হাজার কোটি ডলার ব্যয়ের অঙ্গীকার করেছে বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান জেপিমরগান চেজ অ্যান্ড কোম্পানি।