প্রতি বছর ১১ অক্টোবর বিশ্বব্যাপী উদযাপন করা হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এদিন নারী অধিকার রক্ষায় ইউনিসেফ বার্ষিক ক্যাম্পেইনের আয়োজন করে। এই বছরের প্রতিপাদ্য ‘মাই ভয়েস, আওয়ার ইকুয়াল ফিউচার’।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিসেফ ও ভারতের পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ (ডাব্লিউবিসিপিসিআর) একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে।
‘ছোট ছোট পায়ে পথচলা’ শিরোনামে জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে গানটি লিখেছেন ও সুর করেছেন অনুপম রায়। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং বাংলাদেশের রাফিয়াথ রশিদ মিথিলা।
ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য জরিপ ৪ (এনএফএইচএস ফোর) অনুযায়ী, বিশ্বে বাল্যবিবাহের শিকার হওয়া প্রতি তিন জন কন্যা শিশুর মধ্যে এক জন ভারতীয়।
ডাব্লিউবিসিপিসিআর প্রধান অনন্যা চক্রবর্তী বলেন, ‘বাল্যবিবাহ বন্ধে কন্যাশ্রী, রূপশ্রী্র মতো বিভিন্ন কর্মসূচি বিভিন্ন রাজ্যে পরিচালিত হচ্ছে।‘
চলচ্চিত্র নির্মাতা সুদেষ্ণা রায়কে সঙ্গে নিয়ে মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন অনন্যা চক্রবর্তী।
এই গানের মাধ্যমে সবার কাছে ছেলে ও মেয়েদের সমান অধিকারের বার্তা পৌঁছানো সম্ভব হবে বলে মনে করেন সুদেষ্ণা চক্রবর্তী।
‘ছোট ছোট পায়ে’ গানের শিল্পীরা
অনুপম রায় বলেন, ‘গানটিকে কোন স্লোগান বা প্রতিবাদের মতো না করে সাধারণ কথায় সমানাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লিখেছি।‘
মিথিলা বলেন, ‘মেয়েদের অধিকারের কথা বলার কারণেই গানটি অন্যরকম। আশা করছি, গানটি শুনে মেয়েদেরও যে সমাজে ছেলেদের মতো অধিকার আছে- তা নিশ্চিতে সবাই উদ্বুদ্ধ হবে।’
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া