শেষ পর্যন্ত নেপালে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়া হচ্ছে না জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়ার। তিনদিনে তিনবার তার করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে প্রথম দুইবার পজিটিভ রেজাল্ট আসে। তৃতীয় পরীক্ষায় নেগেটিভ আসলেও তাকে পরিকল্পনায় রাখছেন না জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
আপাতত রহমতকে বিশ্রামে রাখতে চান এই ইংলিশ টেকটিশিয়ান। করোনা নেগেটিভ হলে ২২ মার্চ তার নেপালের বিমান ধরার কথা থাকলেও কোচের নির্দেশনায় দেশেই থাকতে হচ্ছে এই লেফ্ট ব্যাককে।
রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক ইকবাল হোসেন।
এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘রহমত মিয়ার দুইবার করোনা পজিটিভ আসার পর একবার নেগেটিভ আসে। কোচ তাকে দেশেই বিশ্রাম নিতে বলেছেন। তাই তার আসা হচ্ছে না।’
তাই ধারণা করা হচ্ছে, রহমত মিয়ার বিরতিতে কপাল খুলে যেতে পারে জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া মুক্তিযোদ্ধা কে সির ডিফেন্ডার মেহেদী হাসান মিঠুর।
মূল ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেকের জন্য মুখিয়ে আছেন মিঠু। বলেন, ‘আমি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছি। চেষ্টা করব শতভাগ দিয়ে মূল একাদশে সুযোগ পাওয়ার। ভালো ফল নিয়ে দেশবাসীকে উপহার দেয়ার।’
২৩ মার্চ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে কিরগিজস্তানের সঙ্গে। ফাইনালের আগে ২৫ মার্চ দ্বিতীয় ও গ্রুপের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে আয়োজক নেপালের সঙ্গে। ফাইনাল ২৭ মার্চ।