একদিন বাদেই মঙ্গলবার থেকে নেপালের ত্রিদেশীয় ফুটবল সিরিজে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। ফুটবলারদের এখন ম্যাচ কৌশল আর ফিনিশিং নিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
রোববার প্রথমবার মূল ভেন্যু দশরথ স্টেডিয়ামে অনুশীলন শেষ করেছেন জাতীয় দলের ফুটবলাররা। সকালে অনুশীলন শেষে বিকেলে জিমনেশিয়াম ও সুইমিংপুলে সময় দিয়ে আরেক বেলা মাঠের অনুশীলনে নামেন ফুটবলাররা।
একদিন আগে ম্যাচের কৌশল, বল পজিশনিং আর ফিনিশিংয়ের ওপর জোর দিয়েছেন জেমি ডে।
গত বছরের নভেম্বরে নেপালের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইনজুরির পর ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে খেলতে পারেননি কিংসের এই ফরোয়ার্ড। এবার পুরো ফিটনেস নিয়ে দলে ফিরে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন আক্রমণভাগের অন্যতম এই ভরসা।
অনুশীলন শেষে স্ট্রাইকার মতিন মিয়া বলেন, ‘গত কোয়ালিফায়ারের ম্যাচ আমি ইনজুরির কারণে খেলতে পারিনি। এবার আমি পুরোপুরি ফিট। ইনশাল্লাহ কোচের নির্দেশনা অনুযায়ী ট্রেনিং করছি। ভালো কিছু করব আশা করি।’
আক্রমণভাগের চ্যালেঞ্জ ও প্রত্যাশা তুলে ধরেন মতিন। বলেন, ‘আজকে যে ট্রেনিংগুলো হয়েছে বেশির ভাগ ফিনিশিংয়ের ট্রেনিং আর পজিশনগুলো দেখানো হয়েছে। আমরা ভালোভাবে ট্রেনিং শেষ করেছি। ভালো কিছু করব।’